# Tags
#Blog

Mahakumbh 2025: এ কেমন ছেলে! বৃদ্ধা মাকে ঘরে তালবন্দি করে সপরিবারে চলে গেলেন মহাকুম্ভে…

Mahakumbh 2025: এ কেমন ছেলে! বৃদ্ধা মাকে ঘরে তালবন্দি করে সপরিবারে চলে গেলেন মহাকুম্ভে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুণ্য কি আদৌও মিলবে? অসুস্থ বৃদ্ধা মা-কে বাড়িতে তালাবন্ধ করে রেখে মহাকুম্ভে ছেলে! সঙ্গে স্ত্রী. সন্তান ও শ্বশুরবাড়ির লোকেরা। শেষে খিদের জ্বালায় যখন ওই বৃদ্ধা চিত্‍কার করতে শুরু করেন, তখন বিষয়টি টের পান প্রতিবেশীরা। পুলিস এসে ওই বৃদ্ধাকে উদ্ধার করে। ঘটবাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে। 

আরও পড়ুন:  Student Heart Attack: স্কুলের গেটেই বুকে ব্যথা! দুম করে পড়ে মৃত্যু ক্লাস টেনের ছাত্রীর…

পুলিস সূত্রে খবর, রাঁচির রামগড় এলাকার বাসিন্দা অখিলেশ কুমার। সুভাষনগর কলোনিতে সেন্ট্রাল কোল্ডফিল্ড লিমিটেডের আবাসনে স্ত্রী, সন্তান ও মা-কে নিয়ে থাকেন তিনি। মা সঞ্জুদেবীর বয়স ষাটের কোঠায়। অভিযোগ, বৃদ্ধা মাকে বাড়িতে রেখে স্ত্রী, সন্তান ও শ্বশুরবাড়ি লোকেদের সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন অখিলেশ। বাড়ির দরজায় তালা লাগানো ছিল।

সোমবার থেকে ছেলের কোয়ার্টারে তালাবন্ধ ছিলেন সঞ্জু। শুকনো ছিঁড়ে খেয়েই দিন কাটিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তারপর আর খিদের জ্বালা সহ্য করতে পারেননি! সাহায্য চেয়ে রীতিমতো চিত্‍কার-চেঁচামিচি শুরু করে দেন ওই বৃদ্ধা। আর তাতেই সম্বিত্‍ ফেরে প্রতিবেশীদের। কাছেই থাকেন ওই বৃদ্ধার মেয়ে। তাঁকে ফোন করে পাড়ার লোকেরা। এরপর ঘরের দরজা ভেঙে সঞ্জুকে উদ্ধার করে পুলিস। তিনি এখন হাসপাতালে ভর্তি।

এদিকে ছেলে অখিলেশ পুলিসকে জানিয়েছেন, তাঁর মা অসুস্থ। বাড়িতে তার জন্য পর্যাপ্ত খাবার ও জলের ব্যবস্থা করেই প্রয়াগরাজে গিয়েছিলেন। রামগড় থানার পুলিশ অফিসার কৃষ্ণ কুমার বলেন, ‘আমরা শিগগির ওই পরিবারটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করব’।

আরও পড়ুন: Delhi Lady Don: বরের ড্রাগ সাম্রাজ্যের বেতাজ রানি! ১ কোটি হেরোইন-সহ গ্রেফতার ‘লেডি ডন’…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal