Soham Chakraborty: একসঙ্গে ৭টি চরিত্রে দেখা যাবে সোহমকে! বহুরূপ ছবিতে একের পর এক চমক…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহুরূপ একজন অভিনেতার গল্প। আমরা সিনেমার হিরো বা হিরোইনকে দেখে সিনেমায় একাত্ম হয়ে যাই। মারামারির দৃশ্য, ভালোবাসা, সুখ, দুঃখ, অভিমানের দৃশ্যে নিজেদের একাত্ম করে দিই আমরা। অথচ একজন অভিনেতাকে ওই সিনেমার জন্য কতটা খেটে নিজেকে প্রস্তুত করতে হয় সেটা আমরা ভাবিনা বা ভাবার দরকারও পড়ে না। বহুরূপ (Bohurup) সেই অভিনেতার গল্প, যে নিজেকে হারিয়ে ফেলেছে কোন এক চরিত্রের অন্ধকারে। 

আরও পড়ুন- Tamannaah Bhatia-Vijay Varma Break up: বিয়ের প্ল্যানের মাঝেই বিচ্ছেদ! ২ বছরের প্রেম ভাঙল তামান্না-বিজয়ের…

এটা অভিনেতা সোহম চক্রবর্তী এবং ইধিকা পালের জুটির প্রথম ছবি। তাঁরা দুজনেই অক্লান্ত পরিশ্রম করেছেন এই ছবির জন্য। নিজেকে সম্পূর্ণ ভেঙে একদম নতুন রূপে দর্শকদের সামনে আসতে চলেছেন তাঁরা। সোহম চক্রবর্তীকে এই প্রথম নিজেকে চ্যালেঞ্জ করতে হচ্ছে এই চরিত্রের জন্য। 

বাংলা সিনেমার ইতিহাসে প্রথম কোন অভিনেতাকে আমরা একই ছবিতে ৭টি ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখব যেটা বহুরূপের সমস্ত সদসদের কাছে একটা চ্যালেঞ্জ। তাঁর সঙ্গে ইধিকা পালকেও আমরা নানান রূপে দেখতে পাবো। বাকি অভিনেতা যাঁরা আছেন, যেমন- কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবলিনা দত্ত ছাড়াও আরও বিভিন্ন চরিত্রকে আমরা নতুনভাবে নতুন রূপে দেখব এই ছবিতে। 

আরও পড়ুন- David Warner in Cinema: ভারতে মজে বিদেশের স্টার ক্রিকেটার, সিনেমায় নেমেই কয়েক মিনিটে ১ কোটি…

বাংলার সবথেকে বড় থ্রিল এবং মার্ডার মিস্ট্রিতে ভরা সিনেমায় সোহমের ৭টা লুক ফুটে উঠবে সোমনাথ কুণ্ডুর হাতের যাদুতে। একই ছবিতে এতোগুলো চেহারা খুবই চ্যালেঞ্জিং তারও ভাষায়। 

পরিচালক আকাশ মালাকারের এটি দ্বিতীয় ছবি। তাঁর কথায় থ্রিল ছাড়াও ভালোবাসা এবং নানান ইমশনে ভরা এই ছবি দর্শকদের কাছে পৌঁছে দেওয়াটা সত্যিই একটা মারাত্মক ব্যাপার। এই প্রথম দর্শক একই ছবিতে একই অভিনেতাদের ভিন্ন ভিন্ন চরিত্রে দেখবে যেটা এর আগে হয়নি, তাই বিগত দু বছর ধরে আমি নানান ভাবে গুছিয়েছি এই গল্প। মাথায় রেখেছি মেইন স্ট্রিম ঘরানাকে। মানুষ তাঁর হিরোকে larger then life দেখতে চায় আর এটা ভেবেই এই ছবি তৈরি হয়েছে। কোথাও যেন মানুষ বোর না হয়ে যায় সেটা ভেবেই গল্প বলা হয়েছে। এটা কোন অফবিট লাইন আপ স্টোরি নয়। মানুষ উপভোগ করবে এমনটাই আশা পরিচালকের। দর্শকদের কথা মাথায় রেখে টোটালি কমারসিয়াল ঘরানায় মারাত্মক থ্রিল আর মার্ডার মিস্ট্রি নিয়ে তৈরি হবে এই ছবি। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

এই ছবি তৈরি হচ্ছে এস বি ফিল্মস অ্যান্ড এন্টারটেইন্মেন্ট (S B FILMS & ENTERTAINMENT) এবং রুক্মিণী ফিল্মস অ্যান্ড এন্টারটেইন্মেন্ট (Rukmani Films & ENTERTAINMENT) এর প্রযোজনায় । ছবির প্রোডিউসার চন্দন কান্তি সরকার এবং সুশান্ত বিশ্বাস জানিয়েছেন তাঁরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই ছবিটি তৈরি করবেন। তাঁদের কথাতেও বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে বহুরূপ অবশ্যই একটা ছাপ ফেলবেই। এবার সময়ের অপেক্ষা। আগামী বছরের শুরুর দিকেই হয়তো সিনেমার পর্দায় দেখা যাবে এই ছবি এবং সমগ্র টিম খুবই আত্মবিশ্বাসী এই ছবি নিয়ে। আকাশ মালাকার এর লেখা গল্প , নীলাদ্রি গাঙ্গুলীর স্ক্রিপ্টে বহুরূপে মিউজিক এবং বি জি এম এর দায়িত্বে রয়েছে অর্পিতা অভিষেক। 

বহুরূপ

সোহম চক্রবর্তী (Soham Chakraborty), ইধিকা পল (Idhika Paul) , কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee), লোকনাথ দে (Loknath Dey), ভরত কল, দেবলীনা দত্ত, গোপাল তালুকদার, রাজু মজুমদার একসঙ্গে বড়োপর্দাতে দেখা যাবে। ‎

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours