২৫ টাকার ডিমের অমলেট ৯৪৪ টাকায় বিক্রি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

Estimated read time 1 min read
Listen to this article


 

Social Media : কলার পর এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) সবার নজরে অমলেট (Egg Omlette)। সাধারণ বাজারের জিনিস পাঁচতারা হোটেলে (Five Star Hotel) গিয়েই দাম বেড়ে যাচ্ছে বহুগুণ। যা নিয়ে প্রশ্ন তুলেছেন এক অভিযোগকারী। যিনি জানিয়েছেন, মাত্র ২৫ টাকায় যে অমলেট সাধারণ বাজারে পাওয়া যায়, তা বড় হোটেলে গিয়ে কীভাবে ৯৪৪ টাকা হয়ে যায়।  

প্রায় একশো শতাংশ মার্জিন নিচ্ছে হোটেলগুলি
এখন সোশ্যাল মিডিয়ায় অমলেট নিয়ে একটি বিতর্ক শুরু হয়েছে। হোটেল কর্তৃপক্ষ যার দাম নিয়েছে ৮০০ টাকা। তার ওপরে ১৮ শতাংশ জিএসটিও আরোপ করা হয়েছে এই ডিম ভাজায়। কিরণ রাজপুত নামের এক ইউজার এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। যার ওপর নানা ধরনের মন্তব্য করেছেন মানুষজন। কিরণের এই পোস্ট আবারও বড় হোটেল এবং রেস্তোরাঁয় খাবারের জিনিসের অতিরিক্ত মূল্য নিয়ে ইন্ধন জুগিয়েছে।

ঠিক কী বলেছেন ওই নেটিজেন
কিরণ তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, “কেউ কি আমাকে বলতে পারেন, তারকা হোটেলে একটি প্লেন অমলেটের দাম কেন ৮০০ টাকা + ১৮ শতাংশ জিএসটি? এর দাম ২৫ টাকার বেশি হওয়া উচিত নয়। ৯৬.৮৭ শতাংশ মার্জিন রয়েছে। “

পোস্ট ঘিরে এসেছে নানা মন্তব্য
এই পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে পোস্টটি ভাইরাল হয়ে গেছে। ফাইন ডাইনিংয়ের দাম ন্যায্য নাকি খুবই বেশি তা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, লোকেরা কেবল খাবারের জন্য নয়, দুর্দান্ত পরিবেশ ও অভিজ্ঞতার জন্যও অর্থ দিয়েছে ওই অমলেটে।

অমলেটের সঙ্গে নেওয়া হচ্ছে এই জিনিসের দাম
একজন ব্যবহারকারী লিখেছেন, “আপনি এমন জায়গার একটি ছবিও তুলবেন না, যেখানে আপনি ২৫ টাকায় একটি অমলেট পাবেন। আপনি এই ধরনের পরিবেশে খাওয়া অমলেটের বিষয়ে আপনার বন্ধুদের বলবেন না বা এটি FB-তে পোস্ট করবেন না। যে ব্যক্তি আপনাকে ২৫ টাকায় একটি অমলেট দেবে সে তা করবে না। আপনার যত্ন নেওয়ার জন্য ১০০ জন কর্মী আছে অথবা আপনি সেখানে খাওয়ার পরেও সুইমিং পুল উপভোগ করতে পারবেন না… সুতরাং মার্জিন ৯৬ শতাংশ নেওয়া হচ্ছে না।”

ডিমভাজার সঙ্গে পাচ্ছেন সামাজিক মর্যাদা
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “আপনি অমলেটের জন্য টাকা দিচ্ছেন না স্যার। বিনিময়ে আপনি পাচ্ছেন সামাজিক মর্যাদা এবং দারুণ অভিজ্ঞতা। শুধু অমলেট কেনা হচ্ছে না, সামাজিক মর্যাদাও কেনা হচ্ছে।”

অতীতে অভিনেতা রাহুল বোসও এরকম অভিজ্ঞতা শেয়ার করেছিলেন
এর আগে দুটি কলার দাম নিয়ে এরকম পোস্ট করেছিলেন অভিনেতা রাহুল বোস। যেখানে তিনি দেখিয়েছিলেন, চণ্ডীগড়ে JW Marriott হোটেলে মাত্র দুটি কলার দাম তাঁর থেকে ৪২২ টাকা নেওয়া হয়। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বহু লোক মন্তব্য করেন।  

Office Laptop Rules: অফিসের ল্যাপটপে এই জিনিসগুলি সার্চ করবেন না, চাকরি যাবে !

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours