জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুষ্পাখ্যাত অভিনেত্রী সামান্থা সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন। ভক্তরা তার সুস্থতার জন্য উদ্বেগ প্রকাশ করলেও,সোশ্যাল মিডিয়া এই খবরে উত্তাল। নেতিবাচকতা আর ধারণার উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়া এককথায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সহানুভূতি এবং সমর্থন দূরের কথা, অনেকে খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তারা বলেছেন, সামান্থা তাঁর হাসপাতালে ভর্তিকে কেবল প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। তিনি সবসময় খবরে থাকতে চান। যেহেতু তাঁর একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে, তাই বেশ কিছু নেটিজেন মনে করে যে, তিনি ইচ্ছাকৃতভাবে প্রচারের জন্য গুঞ্জন তৈরি করছেন। আসলে তাঁর কিছুই হয়নি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে কিছু অপ্রীতিকর মন্তব্যে। ট্রোলারদের একাংশ অভিযোগ করে সামান্থা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য তার অসুস্থতার ভান করছেন। আবার অন্যরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কটুক্তি করেন। কেউ কেউ এমনও বলেন যে তিনি গর্ভবতী হতে পারেন। অভিনেত্রীর গোপনীয়তা এবং মর্যাদাকে পুরোপুরি উপেক্ষা করেন সেই নেটিজেনরা।
আরও পড়ুন: আচমকাই প্রয়াত বলিউডের নামী বাঙালি! সজল চোখে দৌড়ে এলেন আলিয়া, রণবীর…
এই ধরণের নোংরা এবং কুরুচিপূর্ণ মন্তব্য সেলিব্রিটিদের জন্য, বিশেষ করে মহিলা সেলিব্রিটিদের জন্য নতুন নয়। প্রায়শই তাঁদের ব্যক্তিগত এবং পেশাগত ব্যাপারে অযাচিত এবং অযৌক্তিক মন্তব্য করে চরিত্রহনন করা হয়।
আরও পড়ুন: ‘পোষাচ্ছে না, সইফ-করিনার বিচ্ছেদ মাত্র দেড় বছরের মধ্যেই!’
কিন্তু এতো নেতিবাচকতা সত্ত্বেও, সামান্থা তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ব্যাপক সমর্থনও পাচ্ছেন। বহুলোক তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং অসংবেদনশীল মন্তব্যের নিন্দা করেছেন। অভিনেত্রী বরাবরই তাঁর শারীরিক সমস্যা ও জীবনের প্রতিনিয়ত চ্যালেঞ্জগুলো নিয়ে সোচ্চার ছিলেন। সোশ্যাল মিডিয়া আবারও প্রমাণ করেছে যে কী ভাবে নেটিজেনরা দু’মুখো তরবারিতে পরিণত হতে পারে। একদল সমর্থন করছে আর আরেকদল অশ্লীল মন্তব্যে ভরিয়ে তুলছে। এই ধরণের মন্তব্য ভিত্তিহীন গুজব এবং সাইবার বুলিঙের আওতায় পড়ে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল