ময়দানে SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, ব্যাপক ধরপাকড়
ABP Ananda Live: ময়দানে SLST চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে তুলকালাম, পুলিশের সঙ্গে বচসা। রাস্তায় বসে বিক্ষোভ। শিক্ষক বনাম পুলিশ, রাজপথে এবার চাকরি উত্তাপ। ময়দান এলাকায় ব্যাপক পুলিশি ধরপাকড়।
বদলে গেল ‘জোমাটো’র নাম ! নতুন লোগো আনল সংস্থা
অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটোর নাম বদলে গেল। সংস্থার বোর্ড অফ মেম্বারস এই বিষয়ে (Zomato Name Change) অনুমোদন দিয়েছে। আজ ৬ ফেব্রুয়ারি স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে জোমাটো সংস্থা। নতুন কী নাম হল সংস্থার ?
জোমাটোর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল বম্বে স্টক এক্সচেঞ্জকে একটি চিঠিতে জানিয়েছেন, ‘যখন থেকে আমরা ব্লিঙ্কইট অধিগ্রহণ করেছি, তবে থেকে কোম্পানি এবং ব্র্যান্ড বা অ্যাপের মধ্যে পার্থক্য করতে আভ্যন্তরীণভাবে জোমাটোর (Zomato) নাম বদলের প্রক্রিয়া শুরু করেছি। জোমাটোর বদলে এবার থেকে এর নাম হবে ইটারনাল’। তিনি আরও জানিয়েছেন যে তারা ভেবেছিলেন, ভবিষ্যতে যেদিন তারা জোমাটো ছাড়িয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করবেন, সেইদিন এই নতুন নাম প্রকাশ করা হবে। ‘ব্লিঙ্কইটের মাধ্যমে আমরা সেই জায়গাটা অধিকার করতে পেরেছি, এখন আমরা জোমাটো লিমিটেড থেকে সংস্থার নাম বদলে ইটারনাল লিমিটেড করতে চাই’, জানান দীপিন্দর গোয়েল।