NOW READING:
Kashmir Terror Attack: পহেলগাঁও হামলায় ৪ জঙ্গির ছবি প্রকাশ্যে, নেপথ্যে তালিবানও!…
April 23, 2025

Kashmir Terror Attack: পহেলগাঁও হামলায় ৪ জঙ্গির ছবি প্রকাশ্যে, নেপথ্যে তালিবানও!…

Kashmir Terror Attack: পহেলগাঁও হামলায় ৪ জঙ্গির ছবি প্রকাশ্যে, নেপথ্যে তালিবানও!…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁয়ের বৈসারনে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ পর্যটক। আরও ১২ জন গুরুতর আহত হয়েছে। নিহতদের মধ্য়ে রয়েছেন ৩ বাঙালি পর্যটক। হামলার পরপরই কাশ্মীরে হামলাকারীদের ধরতে কাজে নেমে পড়েছে একাধিক সংস্থা। জানা যাচ্ছে হামলার পেছনে রয়েছে সন্ত্রাসবাদী সইফুল্লা কাসুরি ওরফে খালিদ। সে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার। সইফুল্লা কাসুরি হাফিজ সইদের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে। পাশাপাশি তদন্তে নেমে ৪ জঙ্গির ছবি ও স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী।

যে চার জন জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে ৩ জনের নাম হল আসিফ ফুজি, সুলেমান শাহ ও আবু তালহা। এরা সবাই জঙ্গি সংগঠন দ্যা রেজিস্টান্ট ফ্রন্টের সদস্য। এরা হল লস্কর ই তৈবার শাখা সংগঠন। এরাই বৈসারনের রিসর্টে হামলা চালিয়েছিল বলে মনে করা হচ্ছে। শুখু তাই নয় ধর্মীয় পরিচয় দেখে দেখে গুলি করে মারা হয়। যে জায়গায় হামলা হয় তার পাশেই রয়েছে পাইনের ঘন জঙ্গল। সেখান থেকেই বেরিয়ে আসে ৫-৭ জন জঙ্গি।

আরও পড়ুন-পহেলগাঁও জঙ্গি হামলায় পাক যোগ! কথা উঠতেই পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী বললেন…

আরও পড়ুন-পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত বৈষ্ণবঘাটার বিতান, ভয়ংকর সেই মুহূর্তের বর্ণনা করলেন স্ত্রী সোহিনী

ঘটনার থেকেই আসপাশের এলাকায় চিরুনী তল্লাশী শুরু করেছে সেনাবাহিনী। কাজে লাগানো হয়েছে হেলিকপ্টারও। প্রত্যক্ষর্শীদের দাবি হামলাকারীদের হাতে উন্নত অস্ত্র ছিল। তাদের পিঠে ব্যাগ ছিল। তদন্তকারীদের ধারনা সেই ব্যাগে খাবার ও ওষুধ থাকতে পারে। প্রত্য়দর্শীরা জানিয়েছেন ২ জঙ্গি নিজেদের মধ্যে আফগানিস্তানের পুস্তো ভাষায় কথা বলছিল। বাকী ২ জন ছিল এলাকার বাসিন্দা। তারা কথা বলছিল কাশ্মীরিতে। এদের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ ও করাচির যোগ পাওয়া গিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জঙ্গিরা নির্বিচার গুলি চালাচ্ছিল। কোথাও লুকোনের জায়গা ছিল না। একজন ধুসর কুর্তা পাজামা পরে  একে ৪৭ রাইফেল থেকে গুলি চালাচ্ছিল।

এদিকে, জম্মু ও কাশ্মীর সরকার মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। আহতদের দেওয়া হবে ২ লাখ টাকা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  





Source link