NOW READING:
Sir Don Bradman’s Baggy Green Cap: জানেন ডনের টুপি নিলামে কত দামে বিক্রি হল ? ওই টাকায় আইপিএলে ৮ ক্রিকেটার কেনা যায়!
December 3, 2024

Sir Don Bradman’s Baggy Green Cap: জানেন ডনের টুপি নিলামে কত দামে বিক্রি হল ? ওই টাকায় আইপিএলে ৮ ক্রিকেটার কেনা যায়!

Sir Don Bradman’s Baggy Green Cap: জানেন ডনের টুপি নিলামে কত দামে বিক্রি হল ? ওই টাকায় আইপিএলে ৮ ক্রিকেটার কেনা যায়!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিংবদন্তি স্যর ডন ব্র্যাডম্যানের (Sir Don Bradman’s Baggy Green Cap) ‘ব্যাগি গ্রিন’ নিলামে উঠেছিল মঙ্গলবার। ব্র্যাডম্যানের ভারত সিরিজের বিশেষ স্মারক নিলামে তুলেছিল সিডনির বোনহ্যামস অকশান হাউজ। এই টুপি পরে ব্র্যাডম্যান ১৯৪৭-৪৮ সালে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন। দেশের স্বাধীনতার পর ভারতীয় ক্রিকেট দলের সেটিই ছিল প্রথম বিদেশ সফর।

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন নিলামে বিক্রি হল ৩ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলারে। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি ১৪ লক্ষ টাকা। যদিও এই দাম প্রিমিয়ম জোড়ার পর হয়েছিল ৪ লক্ষ ৭৯ হাজার ৭০০ ডলার। মানে ক্রেতাকে দিতে হয়েছে ২ কোটি ৬৩ লক্ষ টাকা। আগেই অনুমান করা হয়েছিল যে, ডনের টুপির দাম ২ কোটি ২০ লক্ষ টাকার উপরেই বিক্রি হবে, বাস্তবে সেটাই ঘটল।

আরও পড়ুন: ‘পেলামই না খুঁজে’! দেওয়ালে মাথা ঠুকছেন সৌরভদের প্রাক্তন কোচ, হারালেন মহার্ঘ সম্পদ

ডনের টুপি যে দামে বিক্রি হল, সেই দামে আইপিএলে ৮ ক্রিকেটারের বেতন হয়ে যেত। নিলামে এবার ন্যূনতম বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। ব্র্যাডম্যানকে সর্বকালের সেরা ব্যাটার হিসাবেই বিবেচনা করা হয়। যাঁর ৫২ টেস্টে রয়েছে ৬৯৯৬ রান। ঝুলিতে ২৯ সেঞ্চুরি ও ১৩ হাফ-সেঞ্চুরি। কিংবদন্তি ডন ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে সর্বাধিক ডাবল সেঞ্চুরি করেছেন। ১২টি ২০০ প্লাস ইনিংস খেলেছেন। যৌথভাবে সর্বাধিক ট্রিপল সেঞ্চুরি রয়েছে ডনের নামে। ২ বার তিনি ৩০০ প্লাস ইনিংস খেলেছেন। ১৯৪৭-৪৮ সালে ইন্দো-অজি সিরিজে ব্র্যাডম্যান ছিলেন আগুনে ফর্মে। ৭১৫ রান করেছিলেন ছয় ইনিংসে। গড় ছিল ১৭৮.৭৫। তিনটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন ডন।

চারের দশকে ডনের পরিহিত ব্যাগি গ্রিনের রঙ ফিকে হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় ছিঁড়েও গিয়েছে। তবুও এটি ডনেরই পরা টুপি। ফলে নিলামে কোটি কোটি টাকা দাম ওঠায় কোনও অস্বাভাবিকতা ছিল না। বিশ শতকের প্রথম দিক থেকেই অজি ক্রিকেটাররা এই টুপি পরেন। এই টুপির সঙ্গে দলের ইতিহাস জড়িয়ে রয়েছে। সেই দেশের ক্রিকেট ঐতিহ্যের প্রতীকও। টুপিতে খেলোয়াড়দের ব্যক্তিগত কৃতিত্বের সঙ্গেই এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের সংহতিও ফুটে ওঠে। অজি ক্রিকেটারদের কাছে এই টেস্ট টুপি বিরাট সম্মানের।

আরও পড়ুন: যদিও মগডালে ভারত, তবুও লন্ডন বহু দূর! জানুন কোন ৪ শর্তে মিলবে লর্ডসের গেটপাস

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link