NOW READING:
প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, ভর্তি ছিলেন SSKM-এ
February 15, 2025

প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, ভর্তি ছিলেন SSKM-এ

প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, ভর্তি ছিলেন SSKM-এ
Listen to this article


কলকাতা: সঙ্গীতশিল্পী তথা গীতিকার প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। অসুস্থ শিল্পী ভর্তি ছিলেন কলকাতার SSKM হাসপাতালে। কয়েকদিন আগে হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮৩ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। (Pratul Mukhopadhyay)

বাংলার সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল তারকা শিল্পী ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। অবিভক্ত পূর্ববঙ্গে জন্ম, পরবর্তীতে এপার বাংলায় চলে আসেন। কিন্তু বাঙালিয়ানা আদ্যোপান্ত জড়িয়েছিল তাঁর সঙ্গে। তাঁর কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ আজও মুখে মুখে ফেরে। পাশাপাশি, ‘ডিঙা ভাসাও সাগরে’ও অত্যন্ত পছন্দ অনুরাগীদের। গান গাওয়া, লেখা, সবেতেই নিজের প্রতিভার জাত চিনিয়েছেন। (Kolkata News)

সঙ্গীত জগতে, বিশেষ করে বাংলার শিল্পজগতের অত্যন্ত পরিচিত নাম প্রতুল মুখোপাধ্যায়। ‘গোঁসাইবাগানের ভূত’ ছবিতে নেপথ্য শিল্পী হিসেবেও কাজ করেন। একাকীত্ব বরাবর পছন্দ ছিল শিল্পীর। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে কলকাতার এসএসকেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁকে দেখতে গিয়েছিলেন মমতা। 

১৯৪২ সালে অধুনা বাংলাদেশের বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। বাবা ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। ছোট থেকেই নিজের লেখা এবং সুরে গান গাইতেন তিনি। 

 

সবিস্তার আসছে

আরও দেখুন



Source link