মুর্শিদাবাদ: প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের মেল বন্ধন তবে কি এটাই ? একদিকে এক পপ গায়কের লাইভ শোতে আবেগপ্রবণ হতে দেখা যায় বলিউডের তাবড় তাবড় তারকদেরকেও। অপরদিকে আরও এক বিশ্ববিখ্যাত পপ সিঙ্গারের ‘পারফেক্ট’ শুনে হারিয়ে যান শ্রোতারা। আর এবার গঙ্গাবক্ষেই প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের মিলন। অরিজিতের বাইকে এড শিরান !
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গঙ্গাবক্ষে অরিজিতে সিং ও এড শিরান।জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন এড শিরান।গঙ্গাবক্ষে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন দুই তারকা।
Arijit Singh and Ed Sheeran together in a bike ride. pic.twitter.com/0ZrOMQh8aG
— DARKHAAST 🌍 (@Blabla12022003) February 10, 2025
আরও পড়ুন, সময় রায়না, রণবীর সহ ৪০ জনের বিরুদ্ধে FIR দায়ের ! রোষের মুখে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’
আরও দেখুন