<p style="text-align: justify;"><strong>শিলিগুড়ি: </strong>বে-আইনি অস্ত্র ব্যবসা রুখতে অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। শুক্রবার রাতে মিলনপল্লী পিএনটি গলি এলাকা থেকে মোহাম্মদ বাপ্পা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বয়স মাত্র ২০ বছর। ধৃতের বাড়ি প্রাণ কৃষ্ণ কলোনির টিকিয়া পাড়ায়। এলাকায়। সে ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মিলনপল্লী এলাকায় অভিযান চালায়।সেখান থেকেই মহম্মদ বাপ্পাকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি চালিয়ে একটি ফায়ার আর্মস অগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।</p>
<p style="text-align: justify;">প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি ওই এলাকায় বেআইনি অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃত মহম্মদ বাপ্পাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তার ৭দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে,যাতে তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র পাচারচক্রের সঙ্গে তার কোনও সংযোগ আছে কি না,তা জানা যায়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই ঘটনার পেছনে বৃহত্তর কোনও চক্র কাজ করছে কি না,তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। শিলিগুড়ি শহরে বে-আইনি অস্ত্রের লেনদেন রোধে পুলিশ আরও তৎপর হয়েছে।</p>
<p style="text-align: justify;">কিছুদিন আগেই খাস কলকাতায় উদ্ধার হয়েছিল কাঁড়ি-কাঁড়ি অস্ত্র, তাও আবার জনবহুল শিয়ালদা স্টেশনে। ট্রেন থেকে নামতেই অস্ত্র সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃত হাসান শেখ মালদার কালিয়াচকের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তির কাছ থেকে চারটি সেভেন MM পিস্তল ও দুটি ওয়ান শটার-সহ ৬টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলি বিহারে তৈরি বলে অনুমান পুলিশের । পুলিশ সূত্রে খবর, বিহারের খাগাড়িয়া থেকে সড়কপথে অস্ত্র নিয়ে আসা হয় মানসিং জেলায়। সেখান থেকে ট্রেনে করে মালদার কালিয়াচক হয়ে কলকাতায় আসে অস্ত্র পাচারকারী। আগে থেকে খবর ছিল পুলিশের কাছে। ভোর সাড়ে ৫টার পর শিয়ালদা স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে নামতেই অস্ত্র পাচারকারীকে পাকড়াও করে পুলিশ। তার ট্রলি ব্যাগে জামাকাপড়ের তলায় লুকিয়ে এনেছিল অস্ত্র-গুলি। কী উদ্দেশে এই অস্ত্রগুলি নিয়ে কলকাতায় এসেছিল সে ? নাশকতার উদ্দেশ্য ছিল নাকি অন্য কোথাও পাচার করা হত অস্ত্রগুলি ? নাকি চুরি-ডাকাতির ঘটনা ঘটানোর জন্যই অস্ত্র জড়ো করা হচ্ছিল? একাধিক সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। </p>
Source link
শিলিগুড়িতে বেআইনি অস্ত্রসহ যুবক গ্রেফতার,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ
