সনৎ ঝা: শিলিগুড়ি: চুরি করতে বিমানে করে শিলিগুড়িতে এসেছিল চোর।এরপর হোটেলে থেকে চুরির ঘটনা ঘটায়।যদিও ২৪ ঘণ্টার মধ্যেই ২ চোরকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী আসানসোলের বাসিন্দা এবং ভিক্টর ঘোষ। এবং তাঁরা হুগলির বাসিন্দা।
‘চুরি’ করতে বিমানে করে এসেছিল চোর !
জানা গিয়েছে, ধৃত দুজন গত ১৯ তারিখ বিমানে করে শিলিগুড়িতে পৌঁছয়।প্রধাননগর থানা অন্তর্গত একটি নামী হোটেলে ছিল তারা।এরপর গতকাল পানিট্যাঙ্কি ফাঁড়ির অন্তর্গত হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটায়।সোনার গয়না-সহ দামী জিনিসপত্র চুরি করে।সেই চুরির ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।
যদিও শেষ রক্ষা হল না
২৪ ঘণ্টার মধ্যেই প্রথমে সৌমাল্য চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় হোটেল থেকে তার সঙ্গী ভিক্টরকেও গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার হয়।বুধবার শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ত্রিদীপ সরকার জানান ধৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে।বিমানে এসে শিলিগুড়িতে থেকে চুরির ঘটনা ঘটায় তারা।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।আগামীকাল ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।
মধ্য হাওড়ার ওই আবাসনে পরপর চুরি
সম্প্রতি রীতিমতো রেকি করে বহুতল আবাসনের পরপর চারটি ফাঁকা ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছিল। মধ্য হাওড়ার রাজবল্লভ সাহা লেনের ওই আবাসন থেকে নগদ ও সোনাদানা মিলিয়ে চল্লিশ লক্ষ টাকার সামগ্রী লুঠ হয়েছিল বলে অভিযোগ। CC ক্যামেরায় ৩ দুষ্কৃতীকে অপারেশন সেরে আবাসন থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল। ভোররাতে মধ্য হাওড়ার ওই আবাসনে পরপর চুরির ঘটনা ঘটে। অভিযোগ, যে ফ্ল্যাটগুলিতে চুরি হয়েছিল, অপারেশনের সময় সেগুলির উল্টোদিকের ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় দুষ্কৃতীরা। ফাঁকা ফ্ল্যাটে চুরি হওয়ায় স্থানীয় কারও যোগ থাকতে পারে বলে মনে করে হাওড়া থানার পুলিশ।
আরও পড়ুন, ভাদু শেখ ‘খুনে’ আসামীদেরকেই চিনতে পারলেন না স্ত্রী ! বগটুই কাণ্ডে নয়া টুইস্ট
আরও কিছু ব্যতিক্রমী উদাহরণও রয়েছে। খোদ পুলিশ কর্তার ফ্ল্যাটেও চুরির ঘটনা ঘটে! আতঙ্কে টালিগঞ্জের পুলিশ আবাসনের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আবাসনে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করছেন তাঁরা। নিরাপত্তা নিয়ে আতঙ্কে অনেকেই আবাসন ছেড়ে চলে যাচ্ছেন বলে দাবি। অভিযোগ, টালিগঞ্জ পুলিশ আবাসনে এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন