শিলিগুড়ি: অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া নিয়ে বিদেশে পাচার! শিলিগুড়িতে চক্রের পর্দাফাঁস। শিলিগুড়ি ও নাগরাকাটা থেকে উদ্ধার ১৪টি গাড়ি, গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।
আরও পড়ুন, একুশে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে ? কী বললেন দিলীপ ঘোষ
সূত্র মারফত খবর, চক্রের মাস্টারমাইন্ড সোমনাথ মুখোপাধ্যায় কলকাতার বাসিন্দা। ২ বছর ধরে বাড়ি ভাড়া নিয়ে শিলিগুড়িতে থাকতেন সোমনাথ মুখোপাধ্যায়। বিভিন্ন অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, প্রথমে কয়েকদিন টাকা মেটালেও পরে গাড়ি ফেরত দেওয়া হত না । পরে অ্যাপের সেই সব গাড়ি বিদেশে পাচারের অভিযোগ । এই ভাবে ১০০ থেকে ২০০ গাড়ি পাচার হয়েছে, দাবি পুলিশ সূত্রে । সূত্র মারফত খবর, কিছু গাড়ির জিপিএস সিগন্যাল মিলেছে নেপাল সীমান্তে। নাগরাকাটা থেকে ৯টি, শিলিগুড়ি থেকে ৫টি গাড়ি উদ্ধার করা হয়েছে।