NOW READING:
শিলিগুড়িতে জাল আধার কার্ড বানিয়ে শ্রীঘরে ঠাঁই ! কীভাবে পর্দাফাঁস ?
November 12, 2024

শিলিগুড়িতে জাল আধার কার্ড বানিয়ে শ্রীঘরে ঠাঁই ! কীভাবে পর্দাফাঁস ?

শিলিগুড়িতে জাল আধার কার্ড বানিয়ে শ্রীঘরে ঠাঁই ! কীভাবে পর্দাফাঁস ?
Listen to this article


সনৎ ঝা, শিলিগুড়ি: জাল আধার কার্ড চক্রে গ্রেফতার বেড়ে ৩। খড়িবাড়ির বাতাসীতে জাল আধার চক্রে গত বৃহস্পতিবার হানা দিয়ে সোনাই সরকারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে রিমান্ডে নিয়ে এবার আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ।

জলপাইগুড়ি থেকে প্রদীপ রায় ও অজয় প্রসাদ রায়কে গ্রেফতার করল খড়িবাড়ি পুলিশ। জাল আধার করতে সোনাইয়ের সহায়তা করত এই ২ ধৃতরা। বাংলাদেশী নাগরিকদের পরিচয়পত্র করার ক্ষেত্রে এরা কাজ করত কিনা ? তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত সোনাই গতবছর ফাঁসিদেওয়া এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতারের ঘটনায় জাল নথিপত্র করার অভিযোগে গ্রেফতার হন। জাল এই আধার চক্রে আরো কতজন রয়েছে কীভাবে এই চক্র চলত তার তদন্তে পুলিশ। উল্লেখ্য, আধার কার্ডে থাকা QR কোড ব্যবহার করে, আধার যাচাইয়ের পরামর্শ দিয়েছে ভারত সরকার।

আরও পড়ুন, ‘হুমকি’ পেয়ে আজ পুলিশি নিরাপত্তা নিয়ে হাসপাতালে সহকারী সুপার, ক্যানিংকাণ্ডে কী বলছে TMC ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

বিস্তারিত আসছে..

 

আরও দেখুন



Source link