ফের সিকিমে ধস, তলিয়ে গেল গাড়ি
Sikkim Update: ফের সিকিমে ধস। ধসে তলিয়ে গেল গাড়ি, ক্ষতিগ্রস্থ হল বেশকিছু বাড়ি। এর আগেও একাধিকবার ধস নেমেছে সিকিমে।
পথের নিরাপত্তা দিতে গিয়ে আক্রান্ত হলেন বারাসাত পৌরসভার এক মহিলা ট্রাফিক। মঙ্গলবার সকালে হৃদয়পুরের কোড়ার বাসিন্দা বারাসাত শিয়ালদা শাখার হৃদয়পুর স্টেশন সংলগ্ন রেল গেটের কাছের রাস্তায় পথের নিরাপত্তা সামলাছিলেন। এ সময় একটি তিন চাকার গাড়ি আশঙ্কা ঢুকে যায়। গাড়ি চালককে সোনিয়া বিবি সরে যেতে বলায় তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে। প্রতিবাদ করলে হুমকি দেয় গাড়ির চালক কুতুবউদ্দিন। ডিউটি সেরে বাড়ি ফেরার পর সোনিয়া বিবির বাড়িতে হাজির হয় ভাইপো রাকিবউদ্দীনকে নিয়ে কুতুবুদ্দিন।
চিকন গুনিয়ার থাবা মালদায়। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যের অনান্য জেলায় দেখা গেলেও মালদা জেলাতে এই রোগ প্রথম। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে। ইতিমধ্যে গ্রামের ২৪ জনের শরীরে এই রোগ দেখা দিয়েছে।