NOW READING:
মন্তেশ্বরে হামলায় দলের নেতার বিরুদ্ধেই অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ মন্ত্রীর
July 8, 2025

মন্তেশ্বরে হামলায় দলের নেতার বিরুদ্ধেই অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ মন্ত্রীর

মন্তেশ্বরে হামলায় দলের নেতার বিরুদ্ধেই অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ মন্ত্রীর
Listen to this article



<p><strong>কলকাতা:</strong> বিচার চান খোদ মন্ত্রী। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানালেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। মন্তেশ্বরে গাড়িতে হামলার ঘটনায় মুখ্যমন্ত্রীকে ৪ পাতার চিঠি দিলেন সিদ্দিকুল্লা চৌধুরী। দলেরই নেতার বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগে মুখ্যমন্ত্রীকে নালিশ জানালেন তিনি।</p>
<p>বিধানসভা ভোটের কয়েক মাস আসে নিজের বিধানসভা কেন্দ্রে দলেরই একাংশের হাতে আক্রান্ত হন গ্রন্থাগার মন্ত্রী ও তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। পুলিশের সামনেই গ্রন্থাগারমন্ত্রীর গাড়িতে চলল ভাঙচুর। মন্ত্রীর কনভয়ে থাকা গাড়িও ভাঙচুর করা হয়। এখানেই শেষ নয়, তৃণমূলের দুই পক্ষ একে অপরকে চোর চিটিংবাজ বলে আক্রমণ করে। একুশে জুলাইয়ের প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার মেমারি থেকে কুসুমগ্রাম যাচ্ছিলেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। রাস্তায় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন তিনি। মালডাঙায় কালো পতাকা দেখানো হয় মন্ত্রীকে। ওঠে চোর স্লোগান। মন্তেশ্বরে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান মহিলারা। মন্তেশ্বর থানার সামনে মন্ত্রীকে জুতো দেখানো হয়। এই ঘটনার পরের দিনই ৫ জনকে গ্রেফতার করা হয়। জানা যায় ধৃতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী সমর্থক। মন্তেশ্বরেরই তৃণমূল নেতা আহমেদ শেখকে দায়ী করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী। আবার আহমেদ শেখের পাশে দাঁড়িয়ে উল্টো সুর শোনা গেছে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্য়ায়ের গলায়। এই প্রেক্ষাপটে ভাইরাল ভিডিওতে কার্যত হুমকির সুর শোনা গেছে সিদ্দিকুল্লা চৌধুরীর গলায়।&nbsp;আর এবার মন্তেশ্বরের গাড়িতে এই হামলার ঘটনায় বিচার চেয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ৪ পাতার চিঠি দিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে নালিশ জানালেন তিনি। নিশানা করেন পুলিশকেও। সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন, "দল ছাড়ার কথা ভেবেছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।”</p>
<p>এদিকে এবার মেমারি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিও মুখ খুললেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির সভাপতি পদ পাইয়ে দিতে ৪০ লক্ষ টাকা নিয়েছেন মন্ত্রী, অভিযোগ মেমারি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু হালদারের। শুধু টাকা নেওয়াই নয়, সিদ্দিকুল্লা চৌধুরী তাঁর অনুগামীদের দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতিকে খুনের চেষ্টাও করছেন বলে অভিযোগ। মন্তেশ্বর থানায় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন&nbsp; মেমারি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু হালদার। অভিযোগ প্রমাণ হলে রাজনীতি থেকে সরে যাব, পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা সভাপতি-সহ কয়েকজনকে টাকা দিয়ে কিনেছেন বলে অভিযোগ করে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী।<br /><br /></p>



Source link