# Tags
#Blog

EXPLAINED | Shubman Gill | BGT 2024: চড়চড়িয়ে রক্তচাপ বাড়ল ভারতের, গিলকে ছাড়াই খেলতে হবে! কোচ বললেন, ‘আমরা ওর…’

EXPLAINED | Shubman Gill | BGT 2024: চড়চড়িয়ে রক্তচাপ বাড়ল ভারতের, গিলকে ছাড়াই খেলতে হবে! কোচ বললেন, ‘আমরা ওর…’
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে মহারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ (Border-Gavaskar Trophy)। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। অপটাস স্টেডিয়ামে মহাযুদ্ধের আগে দুই শিবিরেই একই রকম উত্তেজনা। তবে টেস্ট শুরুর দু’দিন আগেই খারাপ খবর শোনালেন ভারতের ফাস্টবোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)। দলের তারকা ক্রিকেটার শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে যে আপডেট দিলেন মর্কেল, তা নিঃসন্দেহে  রক্তচাপ বাড়াচ্ছে ভারতের…

আরও পড়ুন: এই নক্ষত্রই ৩ নম্বরে গম্ভীরদের সেরা বাজি! জানিয়ে দিলেন ৮৩-র বিশ্বকাপজয়ী

ওয়াকাতে গা ঘামানোর ম্য়াচ শুভমন তাঁর বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন। সেই চোটই এখনও ভোগাচ্ছে শুভমনকে। স্লিপে ফিল্ডিং করার সময়ে শুভমন বাঁ-হাতে চোট পেয়েছিলেন। প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে মর্কেল বললেন, ‘প্রতিদিনই ধীরে ধীরে একটু একটু করে উন্নতি হচ্ছে শুভমনের। পারথ টেস্টের সকালে ওর ব্য়াপারে সিদ্ধান্ত নেব। ম্য়াচ সিমুলেশনে ও বেশ ভালোই খেলেছে। বলা যেতে পারে এখন ফিঙ্গার ক্রসড।’

তিন নেমে ১৪ টেস্টে ৯২৬ রান করা গিলের গড় ৪২.০৯। ২৫ ইনিংসে রয়েছে ৩ সেঞ্চুরি। এই মরসুমে কিন্তু শুভমন ভালো ছন্দেই রয়েছেন। ১০ ম্যাচে ও ১৯ ইনিংসে পঞ্জাবপুত্তর ৮০৬ রান করেছেন। তাঁর গড় ৪৭-এর উপর। ৩ সেঞ্চুরির সঙ্গে রয়েছে হাফ-সেঞ্চুরি। সর্বাধিক স্কোর অপরাজিত ১১৯। ওয়াকায় গা ঘামানোর ম্য়াচে শুভমন দুই ইনিংস মিলিয়ে ২৮ ও ৪২ রান করেছেন। ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরে শুভমন ২৫৯ রান করেছিলেন ৬ ইনিংস মিলিয়ে। তাঁর গড় ছিল ৫১.৮০। জোড়া হাফ-সেঞ্চুরিও ছিল। ঐতিহাসিক গাবায় রান তাড়া করে জেতার ম্য়াচে শুভমন ঝকঝকে ৯১ রানের ইনিংস খেলেছিল। বাউন্সে ও পেসের পারথে শুভমন খেললে ভারত যে বাড়তি সুবিধা পেত, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: সৌরভ-পন্টিংয়ের চরম মতপার্থক্য! ভিতরের কথা এল বাইরে, নিলামের আগে বিস্ফোরক মহারথী…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 
 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal