NOW READING:
Shubman Gill | IPL 2025: ইতিহাস লিখলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স! মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে নতুন মাইলফলক
March 30, 2025

Shubman Gill | IPL 2025: ইতিহাস লিখলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স! মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে নতুন মাইলফলক

Shubman Gill | IPL 2025: ইতিহাস লিখলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স! মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে নতুন মাইলফলক
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium in Ahmedabad), চলতি অষ্টাদশ আইপিএলের (IPL 2025) নবম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে (Gujarat Titans vs Mumbai Indians) মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স। গত শনিবার ঘরের মাঠে গুজরাত ৩৬ রানে হারিয়েছে মুম্বইকে। অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন, আর তাতেই তিনি ইতিহাস লিখে ফেলেছেন। যা এর আগে দেশের কোনও ক্রিকেটার করতে পারেননি, তা করে দেখালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স!

শুভমনের ক্রিজে থাকার সময় ছিল যদিও স্বল্প, তবে তাঁর রেকর্ডটি ইতিহাসের বিচারে কম বড় নয়! শুভমন দেশের প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়ামে ১০০০ রান করেছেন, এই ভেন্যুতে একহাজারি হওয়া প্রথম ক্রিকেটার তিনিই। তিনি মাত্র ২০ ইনিংসে এই রেকর্ড গড়েছেন শুভমন। আইপিএলের ইতিহাসে একটি মাত্র ভেন্যুতে দ্রুততম ১০০০ রান করা ভারতীয় খেলোয়াড়দের মধ্যে শুভমনই প্রথম। তবে সার্বিক বিচারে তিনি থাকবেন কিংবদন্তি ক্রিস গেইলের পরে তিনি দ্বিতীয় স্থানে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৯ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন গেইল। সবার আগে তিনিই এই রেকর্ড করেছিলেন।

একটি নির্দিষ্ট ভেন্যুতে দ্রুততম ১০০০ আইপিএল রান করা খেলোয়াড়দের তালিকা রইল: 
১৯ – ক্রিস গেইল বেঙ্গালুরুতে
২০ – শুভমন গিল আহমেদাবাদে
২২ – ডেভিড ওয়ার্নার হায়দরাবাদে
২৬ – শন মার্শ মোহালিতে

আইপিএলের প্রথম ম্যাচে শুভমনরা হেরেছিলেন শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসের কাছে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল তিন বছর আগের বিজয়ী দল। গত বছর হার্দিক পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে চলে যাওয়ায় ক্যাপ্টেনসির গুরুভার বর্তায় শুভমনের উপর।  তাঁর নেতৃত্বে গুজরাত ২০২৪ সালে শেষ করেছিল ৮ নম্বরে। গতবছর আইপিএল থেকে এই বছরের আইপিএলের মধ্যে শুভমনের কেরিয়ারের মোড় ঘুরে গিয়েছে।

সদ্যই ভারতীয় দলের ওডিআই ফরম্যাটে ভাইস-ক্যাপ্টেন হয়েছেন তিনি| দুবাইয়ে ভারতকে চাম্পিয়ন্স ট্রফি জেতানোর নেপথ্যের কারিগর ছিলেন, ৫ ম্যাচে ১৮৮ রান করেছিলেন, তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওডিআই সিরিজেও ছিলেন আগুনে ফর্মে। নাগপুরে ৮৭ করার পর কটকে ৬০ এবং  আহমেদাবাদে ১১২ করেছিলেন। জাতীয় দলের ওডিআই সহ-অধিনায়ককে আগামী দিনে অনেকেই অধিনায়ক হিসেবে দেখছেন| শুভমন দেখিয়েছেন যে, সহ-অধিনায়কত্ব পেয়ে তিনি ঝলসেছেন। গুজরাতের ক্যাপ্টেন আইপিএলেও কিছু করে দেখাতে মরিয়া…

আরও পড়ুন: পুরুষত্বহীনতায় ভুগছিলেন ওয়ার্ন? ঘরে ‘কামাগ্রা’র বোতল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে

আরও পড়ুন: ভুলের কোনও ক্ষমা নেই, হার্দিককে রেয়াত করল না বোর্ড! বিরাট ধাক্কা খেলেন অধিনায়ক

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link