জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের ৩৭ তম টেস্ট অধিনায়ক হিসেবে সবে যাত্রা শুরু করছেন শুভমন গিল (Shubman Gill)। ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলের নেতা হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে দেশের তরুণ স্টার। ৫ ম্যাচের টেস্ট সিরিজের শুরুতেই শুভমনের টিম লিডসে ৫ উইকেটে হেরেছে। গত বুধবার থেকে শুরু হয়েছে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট (England vs India, 2nd Test at Birmingham)। লিডসে শতরান (২২৭ বলে ১৪৭) হাঁকানোর পর এবার এজবাস্টনে ডাবল সেঞ্চুরি হাঁকালেন তিনি। শুধু দ্বিশতরানই করলেন না শুভমন। তিনি এমন ইতিহাস লিখলেন যা এর আগে ভারত কেন, এশিয়ার কোনও অধিনায়কও পারেননি!
আরও পড়ুন: রোহিতরা কিছুতেই এই দেশে খেলবেন না, কুচুটে প্রতিবেশীর মুখের উপর দরজা বন্ধ করল ভারত!
বৃহস্পতিবার অর্থাত্ আজ, এজবাস্টনে দ্বিতীয় টেস্টর দ্বিতীয় দিনে জোড়া মাইলস্টোন তৈরি করলেন শুভমন। এদিন ইংল্যান্ডের মাটিতে প্রথম ডাবল সেঞ্চুরিকারী এশিয়ান অধিনায়ক হলেন শুভমন। পাশাপাশি তিনি SENA (South Africa, England, New Zealand, Australia) দেশেও প্রথম দ্বিশতরানকারী এশিয়ান নেতা হলেন। শুভমন সিরিজ শুরুর আগে যথেষ্ট চাপের মধ্যে ছিলেন, SENA দেশে তাঁর গড় ছিল মাত্র ২৫.৭। দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু দলেরও নিজের প্রয়োজনে জ্বলে উঠে নিজের সেরাটা বার করে আনলেন শুভমন। চলতি ইংল্যান্ড সফরে তার দ্বিতীয় সেঞ্চুরি করার পাশাপাশি শুভমন, টেস্ট ক্রিকেটে তার প্রথম ১৫০-র বেশি রানের রেকর্ড গড়লেন।
উল্লেখযোগ্য ভাবে, শুভমন বিগত ২৩ বছরের মধ্যে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডে ১৫০+ রানের ইনিংস খেললেন। ২০০২ সালে শেষবার ওভালে রাহুল দ্রাবিড় ২১৭ রান করেছিলেন। এতদিন ভারত অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে সর্বাধিক ব্যক্তিগত টেস্ট স্কোর ছিল মহম্মদ আজহারউদ্দিনের। ১৯৯০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ১৭৯ রান করেছিলেন আজহারউদ্দিন। তাঁকেও টপকে গেলেন শুভমন।
ইংল্যান্ডে ভারত অধিনায়ক হিসাবে টেস্টে সর্বাধিক স্কোর (টেস্ট)
২৪৫ (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত) – শুভমন গিল, এজবাস্টনে ২০২৫ সালে
১৭৯ – মহম্মদ আজহারউদ্দিন, ম্যাঞ্চেস্টারে ১৯৯০ সালে
১৪৯ – বিরাট কোহলি, এজবাস্টে ২০১৮ সালে
১৪৮ – মনসুর আলি খান পতৌদি, লিডসে ১৯৬৭ সালে
১৪৭ – শুভমন গিল, লিডসে ২০২৫ সালে
আরও পড়ুন: ‘এই তো একসঙ্গে…’! আচমকাই প্রয়াত প্রিয়জন, শোকে পাথর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
মাত্র ২৫ বছর বয়সে, বিদেশের মাটিতে ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক রানের রেকর্ডেও শুভমন নিজের নাম লিখিয়ে নিলেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও ছাপিয়ে গেলেন তিনি। ১৯৯৭ সালের শ্রীলঙ্কা সফরে সচিনের ২৯০ রানের রেকর্ডই ছিল এতদিন সর্বাধিক। শুভমন দুই টেস্ট মিলিয়ে মুম্বইকরকে ছাপিয়ে গেলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)