জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোয়ালিফায়ার টু-তে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে হারিয়ে পঞ্জাব কিংস (MI vs PBKS IPL 2025 Qualifier 2) ১১ বছর পর উঠেছে আইপিএল ফাইনালে (IPL 2025)। ৩ জুনের ফাইনাল দেখবে পঞ্জাব-বেঙ্গালুরুর মধ্যে শিরোপার লড়াই (RCB vs PBKS IPL 2025 Final)। আর পঞ্জাবকে একা কাঁধে করে ফাইনালে তুললেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
২৬.৭৫ কোটি টাকা
আইয়ার ২৬.৭৫ কোটি টাকার প্রাইস ট্যাগের সুবিচার করলেন। মুম্বইয়ের ২০৩/৬ রান তাড়া করে, পঞ্জাব এক ওভারের হাতে রেখে হেসে খেলে কোয়ালিফায়ার টু বার করে নেয়। চারে নেমে শ্রেয়স ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৪১ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৫টি চার ও ৮টি ছয়ে ২১২.১৯-এর স্ট্রাইক রেটে সাজিয়েছিলেন আমদাবাদে ম্যাচ জেতানো ইনিংস। সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া বলতে ঠিক যা বোঝায়, সেটাই পঞ্জাবের দায়িত্ব নিয়ে এই মরসুমে করেছেন শ্রেয়স। তিনি জসপ্রীত বুমরার নেতৃত্বাধীন ক্লাস বোলিং ইউনিটের বিরুদ্ধে খেললেন, যে বুমরার ইয়র্কারে আজও বিশ্বের কাছে ত্রাস, তাবড়রা এখনও বার করতে পারেননি ‘চিটকোড’! সেই বুমরার পিন পয়েন্ট ইয়র্কারের সামনে শ্রেয়স শুধু ব্যাটের ফেস পেতে যাবতীয় বিপদ উড়িয়ে দিয়েছেন।
আরও পড়ুন: আচমকাই মাথায় আকাশ ভেঙে পড়ল! আইপিএল ফাইনালের আগেই অবসর! ভুবনজয়ী রত্ন এ কী করলেন…
শ্রেয়স লিখলেন ইতিহাস
শ্রেয়স আমদাবাদে ইতিহাস লিখেছেন। বিরল ব্যক্তিগত মাইলফলক তৈরি করেছেন। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে শ্রেয়স আইপিএল প্লেঅফে তিনটি ৫০+ স্কোর করলেন। তিনি আইপিএল ২০২০-তে এই এমআই-এর বিরুদ্ধে, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে ৬৫ রান করেছিলেন এবং আইপিএল ২০২৪-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ার ১-এ ৫৮ রান করেছিলেন। আইয়ার বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে তিনটি ভিন্ন দলকে আইপিএল ফাইনালে নিয়ে গেলেন। পঞ্জাবকে ফাইনালে তোলার আগে, ২০২০ সালে দিল্লিকে এবং ২০২৪ সালে কলকাতাকে ফাইনালে তুলেছিলেন। কলকাতাকে যদিও শিরোপাও জিতিয়ে ছিলেন।
ফাইনাল
আগামিকাল আইপিএল ফাইনালে পিবিকেএস মুখোমুখি হবে আরসিবির। দু’টি দলই এখনও আইপিএল ট্রফি জিততে পারেনি। আরসিবি তিনটি আইপিএল ফাইনাল খেলেছে এবং প্রতিবারই হেরেছে। অন্যদিকে, পঞ্জাব ২০১৪ সালে প্রথমবার ফাইনাল খেলেছিল কিন্তু কেকেআরের কাছে হেরেছিল। দেখা যাক ফাইনালে কার মুখে হাসি ফোটে!
আরও পড়ুন: ‘সাহস কী করে হয়?’ কিংবদন্তির জার্সি নম্বর ভারতীয় পেসারের! ক্ষোভে জ্বলছে নেটপাড়া…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)