# Tags
#Blog

সম্ভাবনাতেই পড়ল সিলমোহর, আইপিএলে পাঞ্জাব কিংসের নেতৃত্বে শ্রেয়স

সম্ভাবনাতেই পড়ল সিলমোহর, আইপিএলে পাঞ্জাব কিংসের নেতৃত্বে শ্রেয়স
Listen to this article


মোহালি: আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হলেন শ্রেয়স আইয়ার। সম্ভাবনা ছিলই। এবার সেটাই সত্যি হল। গত নিলাম থেকেই শ্রেয়সকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস (Punjab KIngs)। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে প্রাক্তন নাইট অধিনায়ককে দলে নিয়েছিল প্রীতি জিন্টার দল। গত মরশুমের আইপিএলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এবার শ্রেয়সকে রিটেন করেনি আর কেকেআর। শোনা গিয়েছিল যে দলের সঙ্গে দূরত্ব কিছুটা বেড়েছে। তিনি নাকি নিজের দর বাড়াতে চেয়েছিলেন। তাই শেষ পর্যন্ত নিলামে উঠতে চেয়েছিলেন। 

অন্যদিকে পাঞ্জাব কিংস এবার রিটেন করেছে গত মরশুমে দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা শশাঙ্ক সিংহ ও প্রভসিমরণ সিংহকে। এছাড়া নিলাম থেকে যুজবেন্দ্র চাহালকে ১৮ কোটি টাকা মূল্যে দলে নেওয়া হয়েছে। শ্রেয়সকে পাঞ্জাব দলে নেওয়া নিয়ে অনেকেই বলেছেন, সুপারহিট বীরজারা সিনেমার ‘বীর’ শাহরুখ খানের দলকে আইপিএল ট্রফি দেওয়া ক্রিকেটারের ওপর এবার লগ্নি করছে কোনওদিন আইপিএল ট্রফি জয়ের স্বাদ না পাওয়া ‘জারা’ প্রীতি জিন্টার দল।

 


কিন্তু শ্রেয়সই কি পাঞ্জাব কিংসের সম্ভাব্য অধিনায়ক? এ নিয়ে প্রশ্ন করা হলে চমকপ্রদ উত্তর দিয়েছিলেন পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বিচ্ছেদের পর যিনি এখন পাঞ্জাব কিংসের দায়িত্বে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন, তিনি শ্রেয়সের সঙ্গে নেতৃত্ব নিয়ে কথা বলতে চেয়ে ফোন করেছিলেন। কিন্তু ফোন ধরেননি শ্রেয়স! তবে ক্যাপ্টেন শ্রেয়সের প্রশংসা করেছিলেন পন্টিং। তিনি বলেছিলেন, ‘আইপিএলে ও অধিনায়ক হিসাবে সফল। দিল্লিতে ৩-৪ বছর ওর সঙ্গে কাজ করেছি। গতবার তো ওর নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ওর সঙ্গে আবার কাজ করতে পারব ভেবে খুব আনন্দ হচ্ছে। ও আমাদের হয়েও সেই কাজই করে দেখাবে বলে আমরা আত্মবিশ্বাসী।’ 

রবিবার নিলামের প্রথম পর্বের শেষে পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিংকে জিজ্ঞেস করা হয়েছিল, অধিনায়ক হিসাবে কি তবে শ্রেয়স আইয়ারকেই দেখা যাবে? অধিনায়ক ভেবেই কি তাঁকে দলে নেওয়া হল? পন্টিং বলেন, ‘আমার সঙ্গে ওর কথা হয়নি। আমি নিলামের আগে ওর সঙ্গে কথা বলতে চেয়ে ফোন করেছিলাম। কিন্তু ও ফোন ধরেনি।’ যা শুনে অনেকেই বিস্মিত হয়ে যান।

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal