তারকেশ্বর: শ্রাবণী মেলা (Shravani Mela 2024) উপলক্ষে গোটা শ্রাবণ মাসজুড়ে লক্ষ লক্ষ ভক্ত ও পুণার্থী ভিড় জমান তারকেশ্বরে (Tarakeswar)। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে। দূরদূরান্ত থেকে আসা সেই সব মানুষদের সুবিধার জন্য প্রতিবছরই অতিরিক্ত ট্রেন (special EMU Train) চালানো হয় পূর্ব রেলের(Eastern Railway) তরফে।
আরও পড়ুন: Mathabhanga News: বিজেপি ছেড়ে তৃণমূলে আসা উপপ্রধানকে দেওয়া হল পঞ্চায়েত চালানোর দায়িত্ব, বিতর্ক মাথাভাঙায়
এবারও মেলা শুরু হওয়ার আগে থেকে হাওড়া-তারকেশ্বর ও শেওড়াফুলি-তারকেশ্বর রুটে অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছিল পূর্ব রেলের তরফে। তারপরও ভিড় কমছে না ট্রেনে। বিশেষ করে প্রথম সোমবার যা ভিড় হয়েছিল তা অতিরিক্ত ট্রেন চালিয়েও সামাল দেওয়া সম্ভব হয়নি। অনেক মানুষই ট্রেনে উঠতে পারেননি বলে জানা গেছে। এই পরিস্থিতিতে পরবর্তী তিনটি সোমবার শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত আরও একটি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
আরও পড়ুন: East Bardhaman News: রাস্তার জমা জলের জ্যান্ত কই চলে গেল গলায়, বেঘোরে প্রাণ গেল জৌগ্রামের বাসিন্দার
শুক্রবার রাতে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শ্রাবণী মেলার সময় তারকেশ্বর থেকে শেওড়াফুলির মধ্যে পরপর তিনটি সোমবার অর্থাৎ ০৫.০৮.২০২৪, ১২.০৮.২০২৪ ও ১৯.০৮.২০২৪ তারিখে আরও একটি ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। ট্রেনটি শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত সমস্ত স্টেশন থামবে।
রেল সূত্রে জানা গেছে, পরবর্তী তিনটি সোমবার তারকেশ্বর থেকে ট্রেনটি ছাড়বে সকাল ১০টা তিন মিনিটে আর শেওড়াফুলি পৌঁছবে সকাল ১০.৫০ মিনিটে। ফের শেওড়াফুলি থেকে ট্রেনটি ছাড়বে সকাল ১০.৫৮ মিনিটে এবং তারকেশ্বর পৌঁছবে ১১টা ৪৮ মিনিটে।
প্রসঙ্গত উল্লেখ্য, শ্রাবণী মেলা উপলক্ষে ইতিমধ্যেই হাওড়া-তারকেশ্বর ও শেওড়াফুলি-তারকেশ্বর রুটে জুলাই মাসের ১৭ তারিখ থেকে ১২টি অতিরিক্ত ট্রেন চালু করেছে পূর্ব রেল। ট্রেনগুলি অগাস্টের ১৯ তারিখ পর্যন্ত চালু থাকবে। কিন্তু, তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তাই আরও একটি ট্রেন বাড়ানো হল পরবর্তী সোমবারগুলির জন্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: East Bardhaman News: শোনেননি ‘বারণ’, আসানসোলে সেতু পার হতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল চালক-সহ গাড়ি ! ভিডিও ভাইরাল
আরও দেখুন