মুম্বই: ভারতের সীমিত ওভারের ক্রিকেট দলের তিনি নিয়মিত সদস্য। নতুন বছরের গোড়াতেই দিলেন সুখবর।
শিবম দুবে (Shivam Dube) এবং তাঁর স্ত্রীর কোল আলো করে এল কন্যাসন্তান। ২০২৫ সালের শুরুতেই দুবে পরিবারে উৎসবের আবহ। ভারতীয় ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় নিজেই খবরটি জানিয়েছেন। তিনি একটি অ্যানিমেটেড ছবি পোস্ট করেছেন। সেখানে দুবে দম্পতিকে দেখা যাচ্ছে পুত্রসন্তান ও সদ্যোজাত কন্যাকে নিয়ে। দুবে লিখেছেন, “৪ জনের একটি পরিবার হয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ও বড় হয়ে গিয়েছে।”
সদ্যোজাত কন্যার কী নাম রেখেছেন শিবম দুবে? সেটাও জানিয়েছেন শিবম। দুবে দম্পতি তাদের মেয়ের নাম রেখেছেন মেহবিশ। ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেছে শিবম দুবের কন্যাসন্তান। ভারতীয় ক্রিকেটারের ঘোষণা দেখে উচ্ছ্বসিত অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা । অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছে দুবে দম্পতি। চেন্নাই সুপার কিংস থেকে শুরু করে ভারতের টি-২০ দলের অধিনায়ক তথা মুম্বই দলের সতীর্থ সূর্যকুমার যাদব, রমেশ পওয়ার, ধবল কুলকার্নি, রাহুল তেওয়াটিয়ারা অভিনন্দন জানিয়েছেন তরুণ অলরাউন্ডারকে । আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েই খেলেন শিবম। মহেন্দ্র সিংহ ধোনির হাত ধরে যাঁর উত্থান ।
শিবম দুবে তাঁর দীর্ঘদিনের বান্ধবী অঞ্জুম খানকে ২০২১ সালের ১৬ জুলাই বিয়ে করেন । ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। আয়ান তাঁদের সেই পুত্রসন্তানের নাম । এরপর চলতি বছরের শুরুতেই কন্যাসন্তান এল দুবে পরিবারে ।
আরও পড়ুন: ভেঙেছে কাঁধ, নাক, মাঠের ভয়াবহ ঘটনার পর কেমন আছেন দুই ক্রিকেটার?
শিবম দুবে বর্তমানে ব্যস্ত ঘরোয়া ক্রিকেটে। মুম্বইয়ের হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে খেলছেন তিনি। এখনও পর্যন্ত তিনটি ম্যাচে ৮০ রান করেছেন। সঙ্গে বল হাতে একটি উইকেট নিয়েছেন।
২০২৪ সালের সৈয়দ মুস্তাক আলি টি-২০ চ্যাম্পিয়ন মুম্বই দলেরও অংশ ছিলেন শিবম দুবে। ৭৫.৫০ ঈর্ষণীয় গড়ে ১৫১ রান করেন শিবম। যার মধ্যে সার্ভিসেসের বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত ৭১ রানের ইনিংসও ছিল।
আরও পড়ুন: বেহালায় গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা, আটক বাসচালক
আরও দেখুন
+ There are no comments
Add yours