ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ভারত-বিরোধী জিগির দিন দিন বাড়ছে বাংলাদেশে। উত্তেজনা প্রশমন করা তো দূরঅস্ত, নিত্যদিনই হুঙ্কার ছাড়ছে খালেদা জিয়ার দল BNP। এদিকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারও কমার চিহ্ন নেই বাংলাদেশে। চাপানউতোর পরিস্থিতির মধ্যে সীমান্ত দিয়ে যাতে অবৈধ অনুপ্রবেশ না ঘটে তার জন্য সক্রিয় রয়েছে BSF। এই আবহে এবার নিউটাউনে শিলং পুলিশ অভিযান চালিয়ে ৩ বাংলাদেশিকে গ্রেফতার করল। ইকো পার্ক থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের ধরা হয়েছে। তিন বাংলাদেশির বিরুদ্ধে শিলংয়ে একাধিক অভিযোগ রয়েছে। মোবাইলের টাওয়ার লোকেশন-সহ বিভিন্ন সূত্র ধরে শিলং পুলিশ জানতে পারে যে, এরা নিউটাউনের ইকো পার্ক থানা এলাকার একটি ফ্ল্যাটে গা ঢাকা দিয়ে রয়েছে। এরপরই ইকো পার্ক থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে তল্লাশি অভিযান চালায় শিলং পুলিশ। তাদের গ্রেফতার করা হয়।
দিনকয়েক আগেই আগরতলা রেল স্টেশনে পুলিশের জালে ধরা পড়ে ৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন চত্বরে যৌথ অভিযান চালায় RPF, GRP, BSF ও ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগ। ৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। ধৃতরা কলকাতায় যাচ্ছিল বলে জেরায় জানতে পারেন তদন্তকারীরা। ধৃত মহম্মদ রহমান নোয়াখালী, মহম্মদ শাহিন খুলনা, মহম্মদ ইয়াসিন খুলনা ও মহম্মদ জিয়াদ শেখ বাগেরহাটের বাসিন্দা বলে জানা যায়। ধৃতদের জেরা করে আরও অনুপ্রবেশকারীদের খোঁজ চলছে।
একইভাবে বাংলাদেশে অশান্তির আবহে ভারতে অনুুপ্রবেশের ঘটনা দেখা যায় তার আগেও। আগরতলা স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে কলকাতা যাওয়ার আগে গ্রেফতার করা হয় দুই বাংলাদেশি নাগরিককে। বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে ঢোকে দুই বাংলাদেশি মিন্টু বড়ুয়া ও মধু দাস। এর মধ্যে মিন্টু বান্দরবন জেলার বাসিন্দা, মধুর বাড়ি চট্টগ্রামের কক্সবাজারে। টাকার বিনিময়ে মধু এপার-ওপার করাত বলে ত্রিপুরা GRP-র দাবি। রেল পুলিশ সূত্রে খবর, গত ৩ মাসে আগরতলা স্টেশন থেকেই ৫০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশে হাসিনা-সরকারের পতনের পর থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে অনেকেই এপার বাংলায় চলে আসার চেষ্টা করছেন বলে খবর। যদিও বেআইনি সেই অনুপ্রবেশ রুখতে সক্রিয় রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন