# Tags
#Blog

আয়েশা অধ্যায় অতীত, এবার কি নতুন বিদেশিনীর প্রেমে মজেছেন ধবন?

আয়েশা অধ্যায় অতীত, এবার কি নতুন বিদেশিনীর প্রেমে মজেছেন ধবন?
Listen to this article


নয়াদিল্লি: জাতীয় দলের গ্রহ থেকে অনেক দূরে তিনি এখন। আন্তর্জাতিক ক্রিকেটে আর প্রত্যাবর্তনের সম্ভাবনাও খুবই কম। এর ওপর আবার গত ২ বছরে শিখর ধবনের (Sikhar Dhawan) ব্যক্তিগত জীবনেও টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। ২০২৩ সালে বিচ্ছেদ হয়ে যায় দুজনের। চলতি বছর আইপিএলের রিটেনশনেও পাঞ্জাব কিংস ধবনকে দলে ধরে রাখেনি। ২২ গজের কেরিয়ারের সায়াহ্নে থাকা ধবন কি নতুন করে আবার প্রেমে পড়লেন? ২ দিন আগেই বিমানবন্দরে ধবনের সঙ্গে এক অজ্ঞাত পরিচয় মহিলাকে দেখা যায়। এরপরই প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে তবে এই এই মহিলাই ধবনের নতুন প্রেমিকা?

যেই ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বিমানবন্দরে ধবন পৌঁছতেই গাড়ি থেকে নামেন। নীল টিশার্ট এবং কালো কার্গো প্যান্ট পরে ছিলেন তিনি। নীল একটি জ্যাকেটও ছিল পরনে। গাড়ির উল্টোদিক থেকে এক বিদেশিনীকে নামতে দেখা যায়। ধবন ক্যামেরার সামনে ছবি তুললেও সেই মহিলাকে দেখা যায় ক্যামেরা দেখেই একটু ইতস্তত বোধ করতে। পরে দুজনেই বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়েন। 

 


ধবন দীর্ঘদিন থেকেই ক্রিকেটের বাইরে। ২০২২ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন। ২০১২ সালে অস্ট্রেলিয়া নিবাসী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দুজনের এক পুত্রসন্তানও রয়েছে। যদিও গত বছরই আইনত বিবাহবিচ্ছেদ হয়।

কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ধবন। তবে ধবনের ক্রিকেট থেকে অবসরের পর তিক্ততা ভুলে শুভেচ্ছাবার্তা পাঠালেন কিংগ কোহলি। সোশ্যাল মিডিয়ায় বিরাট লিখলেন, ‘শিখর, অভিষেকের মঞ্চ থেকেই তোমার ভয়ডরহীন মনোভাব আর ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনারদের একজন হয়ে উঠে আমাদের অজস্র স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছো। খেলাটার প্রতি তোমার আবেগ, তোমার খেলোয়াড়সুলভ মনোভাব আর তোমার বিখ্যাত হাসির অভাব খুব টের পাব। তবে তোমার খ্যাতি থেকে যাবে। সব সুখস্মৃতির জন্য, অনবদ্য পারফরম্যান্সের জন্য আর সব সময় হৃদয় দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। পরের ইনিংসের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা রইল। মাঠের বাইরেও তুমি গব্বর।’

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal