ফেসবুকে পেজ হ্য়াক আসলে ছবির প্রচার! অরিত্রর নতুন চমক নিয়ে হাজির শিবপ্রসাদ-নন্দিতা
কলকাতা: সকাল থেকেই হঠাৎ সোশ্যাল মিডিয়া সরগরম। উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত অনেকেই শেয়ার করে নিয়েছিলেন এই খবর। অন্ধকার প্রোফাইল পিকটার, ডিটেলস-এও লেখা যাবতীয় অর্থহীন কিছু শব্দ। উইন্ডোজ প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল, হ্যাক হয়ে গিয়েছে তাঁদের সংস্থার ফেসবুক পেজটি। আর সেই কারণেই ডিপি উড়ে গিয়েছে। চলে এসেছে অর্থহীন সব লেখা। তবে এই বিষয়ে উইন্ডোজ-এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, কোনও উত্তর মেলেনি। রহস্যের জট খুলল সন্ধেবেলা।
হ্যাক নয়.. এ নিছকই তাঁদের নতুন ছবির প্রচার। ফের নতুন ছবি নিয়ে আসছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। তবে এবার পরিচালকের ভূমিকায় নয়, তাঁরা রয়েছেন প্রযোজকের ভূমিকায়। পরিচালকের আসনে এবার বসছেন অরিত্র মুখোপাধ্যায়। চিত্রনাট্য ও সংলাপ, জিনিয়া সেন ও গোধূলী শর্মা। ছবিটির নাম ভানুপ্রিয়া ভূতের হোটেল। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি এই ছবিতে কারা কারা অভিনয় করছেন সেই খবর।
পরিচালক অরিত্র এর আগেও ‘বাবা, বেবি ও’-এর মতো ছবির পরিচালনা করে নজর কেড়েছিলেন। এই ছবি নিয়ে তিনি বলছেন, ‘২০২৫ এ বড়দিনে আসছে আমার চতুর্থ ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। হরর কমেডি নিয়ে এই প্রথম কাজ করবো। মে- জুন নাগাদ শুটিং শুরু হবে। জোরকদমে এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। আমি ও আমার ফুল টিম বছরের শুরু থেকেই যুদ্ধে নেমে পরেছি। লোকেশান রেকিও প্রায় শেষের পথে। আমার আগের ছবিগুলোতে যেমন আপনারা পাশে ছিলেন, আশা করি এবারেও তেমন ভাবেই পাশে থাকবেন। বড়দিনে দেখা হচ্ছে।’
এর আগে প্রেমের বা সামাজিক ছবি নিয়েই কাজ করেছেন অরিত্র। এই জঁ-র তাঁর কাছে একেবারেই অন্যরকম। দর্শকেরা আশা করছেন, এবার উইন্ডোজ-এর তরফ থেকে নতুন কিছু পাওয়া যাবে। প্রসঙ্গত, উইন্ডোজ-এর শেষ মুক্তি পাওয়া ছবি ছিল ‘বহুরুপী’। বক্সঅফিসে চূড়ান্ত ব্যবসা করেছে এই ছবি। এর ফলে খুব স্বাভাবিকভাবেই দর্শকদের এই সংস্থার প্রতি আস্থা বেড়ে গিয়েছে। নতুন হরর কমেডি কী চমক নিয়ে আসে, সেটাই এখন দেখার।
আরও পড়ুন: Ram Gopal Varma: চেক বাউন্স কেসে রামগোপাল বর্মাকে ৩ মাসের জন্য হাজতবাসের নির্দেশ দিল আদালত
আরও দেখুন