# Tags
#Blog

হুমকি, কটূক্তি, AI দিয়ে স্ত্রীর ছবি বিকৃতি? থানায় গেলেন পরিচালক শিবপ্রসাদ

হুমকি, কটূক্তি, AI দিয়ে স্ত্রীর ছবি বিকৃতি? থানায় গেলেন পরিচালক শিবপ্রসাদ
Listen to this article


কলকাতা: ফ্যান পেজ থেকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সস্ত্রীক থানায় গেলেন টলিউড পরিচালক শিবপ্রসাদ। ছবির যাতে মুক্তি না পায়, তার জন্য  হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। যন্ত্রমেধার (AI) সাহায্য়ে তাঁর স্ত্রীর ছবিও বিকৃত করা হয় বলে জানিয়েছেন পরিচালক। শিবপ্রসাদ জানিয়েছেন, ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। আগে কখনও এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। মুখোশের আড়াল থেকে কেউ বা কারা এসব ঘটাচ্ছে বলেও অভিযোগ করেছেন। (Shiboprosad Mukherjee)

মঙ্গলবার সস্ত্রীক রবীন্দ্র সরোবর থানায় হাজির হন শিবপ্রসাদ। সেখানে অভিযোগ দায়ের করেন তাঁরা। বিভিন্ন ফ্যান পেজ এবং প্রোফাইল থেকে লাগাতার কটূক্তি করা হচ্ছে, হুমকিও দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এমনকি AI দিয়ে তাঁর স্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন। ছবি যাতে মুক্তি না পায়, মূলত সেই নিয়েই হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। (Tollywood News)

শিবপ্রসাদের বক্তব্য, “টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ৩০ বছর হয়ে গেল আমার। এই ৩০ বছরে আমি যে ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি, যেভাবে বেড়ে উঠেছি, যাঁদের হাত ধরে বেড়ে উঠেছি, যাঁদের সান্নিধ্য, সাহচর্য পেয়েছি, আমি এ জিনিস আগে দেখিনি। একদমই দেখিনি। যেখানে আপনি আপনার ছবি রিলিজ করার কথা ভাবলে আক্রমণ করা হয়। বলা হয়, ছবি রিলিজ করা যাবে না। রিলিজ করলে মেরে ফেলা হবে। অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হয়। স্ত্রী, বাড়ির লোক, বন্ধুবান্ধবকে আক্রমণ করা হয়। আমি স্বাধীন পরিচালক এবং প্রযোজক হিসেবে ছবি রিলিজ করবই। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অসাধারণ অভিজ্ঞতা এটা।”

শিবপ্রসাদের স্ত্রী বলেন, “আমার বেশ কিছু ছবি দেখলাম, যেটাকে বলে গোপনীয়তার অধিকার লঙ্ঘন…AI দিয়ে কিছু ছবি বিকৃত করে, অশ্লীল ভাবে বানিয়ে আপলোড করা হয়েছে এবং ছড়ানো হয়েছে। এগুলো কারা করছে, কার মদতে করছে, কেন করছে? কারণটা খুঁজে বের করতে হবে।”

শিবপ্রসাদ জানিয়েছেন, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ছবির মুক্তি নিয়ে লেখা পোস্ট করেন তিনি। কবে, কোন কোন ছবি এবছর তিনি রিলিজ করতে চেয়েছেন, সেই নিয়েই ছিল পোস্ট। ওই পোস্টের পর থেকেই কিছু ফ্যান ক্লাব থেকে, অন্য তারকাদের ফ্যানক্লাব থেকে কটূক্তি উড়ে আসতে শুরু করে, হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে দাবি করেছেন শিবপ্রসাদ। এমনকি তাঁর স্ত্রীর ছবিও বিকৃত করে আপলোড করা হয় বলে দাবি করেছেন। 

এই ঘটনায় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন শিবপ্রসাদ। সেই মতো বুধবার বিকেলে রবীন্দ্র সরোবর থানায় হাজির হন সস্ত্রীক। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। যে সমস্ত ফ্যানপেজ এবং প্রোফাইল থেকে কটূক্তি এবং হুমকি দেওয়া হয়, সেগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সবিস্তার আসছে

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal