Sheikh Hasina: বাংলাদেশের বাজারে জিনিসপত্রের চড়া দাম। কেনাকাটা করতে গিয়ে নাজেহাল অবস্থা বাংলাদেশের নাগরিকদের। আর সেসব থেকে নজর ঘোরাতে পদ্মাপাড়ের দেশ যুদ্ধের জিগির তুলেই চলেছে। ‘গভীর সঙ্কটময় পরিস্থিতি’, বাংলাদেশ প্রসঙ্গে বলছেন শেখ হাসিনা। শহীদ, বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ নিয়ে ফের সরব হাসিনা। ‘আওয়ামী লিগকে অবৈধভাবে সরিয়ে ক্ষমতা দখল করা হয়েছে’, বলছেন হাসিনা।
মানিক ভট্টাচার্য থেকে জীবনকৃষ্ণ সাহা। অর্পিতা মুখোপাধ্য়ায় থেকে কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতির মামলায় ED-CBI-এর মতো কেন্দ্রীয় এজেন্সি যাদের গ্রেফতার করেছিল, সম্প্রতি প্রত্য়েকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। এবার আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। এই প্রেক্ষিতে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, সারদা এবং নারদকাণ্ডের কথা। সারদাকাণ্ডে সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্য়ায় ছাড়া সবাই জামিন পেয়ে গেছেন। নারদাকাণ্ডেও কেউ জেলে নেই। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এজেন্সির তদন্ত কি শুধুই রাজনীতির অস্ত্র?