# Tags
#Blog

Shantanu Naidu: টাটার মাথায় শান্তনু? জেনে নিন একদা রতন টাটার ছায়াসঙ্গী কে এই শান্তনু…

Shantanu Naidu: টাটার মাথায় শান্তনু? জেনে নিন একদা রতন টাটার ছায়াসঙ্গী কে এই শান্তনু…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শান্তনু নাইডুর (Shantanu Naidu) নাম এলেই প্রথমে যে কথাটা মাথায় আসে তিনি হলেন সেই বন্ধু যিনি শিল্পপতি রতন টাটার (Ratan Tata) বড় ভরসা। তাঁর বয়স মাত্র ৩২, এই বয়সেই তিনি পেলেন এবার গুরুদায়িত্ব। স্যোশাল মিডিয়ায় তিনি নিজেই সকলকে দিলেন সেই সুখবর। তিনি বর্তমানে Tata Motors -এর জেনারেল ম্যানেজার তথা Head of Strategic Initiatives। 

আরও পড়ুন: Delhi Assebly Election 2025: প্রচারে মহিলাদের উদ্দেশ্যে ফ্লাইং কিস! ঘোর বিপাকে ৩ বারের বিধায়ক

রতন টাটার প্রিয় ‘ন্যানো’ গাড়ির সঙ্গে তাঁর নিজের ছবি পোস্ট করে LinkedIn -এর মতো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, Tata Motors -এর জেনারেল ম্যানেজার, হেড-স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস হিসেবে আমি নিযুক্ত হয়েছি। মনে পড়ে যাচ্ছে; নীল প্যান্ট, সাদা শার্ট পরিহিত বাবার কথা। যখন হাত ধরে টাটা মোটর্স প্লান্ট থেকে বাবা ফিরতেন। ওঁর জন্য জানলায় বসে আমি অপেক্ষা করতাম। আজ একটা বৃত্ত সম্পূর্ণ হল।’ দুজনেরই ছিল পোষ্যের প্রতি ভালোবাসা এবং এই ভালোবাসাই শান্তনু এবং রতন টাটাকে একে অপরের কাছাকাছি এনেছিল এবং তাঁদের এই নজরকাড়া বন্ধুত্বের কথা সকলেরই জানা। শান্তনু পরবর্তীতে টাটায় যোগদান করেছিলেন এবং তিনি ছিলেন রতন টাটার অনেক বিশ্বস্ত। অত্যন্ত অসুস্থ অবস্থায়তেও শান্তনুর স্টার্টআপের সূচনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি এবং মোটা অঙ্কের টাকাও অনুদান দিয়েছিলেন সেখানে। গত বছর প্রয়াণের দিন শন্তনু উঠে আসেন শিরনামে, হাসপাতাল থেকে শেষকৃত্য সকল জায়গাতেই তাঁকে দেখতে পাওয়া যায়। তাঁদের বন্ধুত্বের ফারাক ৫৪ বছর। বয়সের ফারাককে বুড়ো আঙুল দেখিয়ে পরস্পরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলেন তাঁরা। রতন টাটার উইল সামনে আসলে সকলে দেখেন, তাতেও রয়েছে শান্তনুর নাম। বিদেশে পড়ার সময় যা ঋণ জমেছিল শান্তনুর, তা মিটিয়েছেন রতন টাটাই।

আরও পড়ুন: Narendra Modi | PM Modi in Mahakumbh: গেরুয়া বসন এবং গলায় রুদ্রাক্ষের মালা, দিল্লি ভোটের দিনই মহাকুম্ভে পুণ্যস্নান মোদীর

নেটিজেনেরা দেখেছেন রতন টাটার প্রয়াণে শান্তনু তাঁর অনুভূতের কথা উগরে দিয়েছিলেন নেটপাড়ায়। তাঁর জীবনে রতন টাটা ঠিক কী, তা জানিয়েছিলেন সকলকে। তিনি বলেছিলেন সেই সময় ‘লাইট হাউসের’ মতো ছিলেন রতন টাটা তাঁর জীবনে। রতন টাটাকে তাঁর জীবন থেকে হারানো মানে যে শুধু একজন বন্ধুকে হারিয়েছেন তিনি তা নয়, তিনি হারিয়েছেন তাঁর গুরুকেও। এই শূন্যতা তাঁর গোটা জীবনেও পূর্ণ হবেনা বলে জানিয়েছিলেন তিনি। এমন কী শোক দিয়ে ভালোবাসার মূল্যবোধ চোকাতে হয় এমন কথাও তিনি বলেছিলেন। বর্তমানে এই শান্তনুই রতন টাটার TATA গোষ্ঠীর গুরুত্বপূর্ণ দায়িত্বে এবং তিনি বর্তমানে Tata Motors -এর জেনারেল ম্যানেজার তথা Head of Strategic Initiatives।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal