# Tags
#Blog

Shakib Al Hasan | IND vs BAN: খুনের মামলায় অভিযুক্ত হয়েই ভারতে এসেছেন সাকিব, সামনে কপিল-কালিসদের ক্লাবে ঢোকার সোনালি হাতছানি!

Shakib Al Hasan | IND vs BAN: খুনের মামলায় অভিযুক্ত হয়েই ভারতে এসেছেন সাকিব, সামনে কপিল-কালিসদের ক্লাবে ঢোকার সোনালি হাতছানি!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই খুনের মামলায় অভিযুক্ত তিনিও। কিন্তু ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ভরসা সেই সাকিব আল হাসানই (Shakib Al Hasan)! আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট কানপুরে। আর এই দুই টেস্টেই সাকিবের কাছে থাকছে এক সুবর্ণ সুযোগ। ক্রিকেট গ্রহের পঞ্চম বাসিন্দা হিসেবে সাকিবের সামনে বিরল রেকর্ডের হাতছানি!

অতীতে মাত্র চারজন ক্রিকেটারই পেরেছেন ৪০০০-এর বেশি টেস্ট রান করার পাশাপাশি ২৫০ উইকেট নিতে। তালিকায় আছেন কপিল দেব, জ্য়াক কালিস, ড্য়ানিয়েল ভেট্টোরি ও ইয়ান বথাম। ৩৭ বছরের সাকিবের দরকার আর মাত্র ৮ উইকেট। তাহলেই কেল্লাফতে। সাকিব লাল বলের ক্রিকেটে করেছেন ৪৫৪৩ রান। তাঁর গড় ৩৮.৫০। হাত ঘুরিয়ে নিয়েছেন ২৪২ উইকেট। ইকোনমি রেট- ২.৯৪।

আরও পড়ুন: তাঁকে নিয়ে সিনেমা হয়েছে, এবার পুজোর থিম ঝুলন! কোথায় চাকদহ এক্সপ্রেসের বন্দনা?

 
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা এবং যশ দয়াল।

ভারতের বিরুদ্ধে বাংলাদেশে টেস্ট টিম: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি অনীক, তাসকিন আহমেদ, হাসান মেহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নঈম হাসান এবং খালেদ আহমেদ। (চোটের কারণে ভারতের বিরুদ্ধে টেস্ট দল থেকে ছিটকে গিয়েছেন শরিফুল ইসলাম। বাকি টিম অপরিবর্তিত। পাকিস্তানে বিরুদ্ধে সিরিজে যাঁরা ছিলেন, ভারতের বিরুদ্ধে টেস্ট টিমে থাকছেন তাঁরা সকলেই।)

আরও পড়ুন: ৩৬ রানে অলআউট দল! ‘হটি-নটি’ রবির দৌলতে রাতভোর চলেছিল… বিস্ফোরক বিশ্বের ১ নম্বর
 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal