আচমকাই টি-টোয়েন্টি থেকে অবসর, কানপুর ম্যাচের পর টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়াচ্ছেন শাকিব?
কানপুর: আগামীকাল, ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ (IND vs BAN 2nd Test)। সেই ম্যাচের আগেই বিরাট ধামাকা! হঠাৎই অবসর ঘোষণা শাকিব আল হাসানের (Shakib Al Hasan)।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে শাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। শুধু তাই নয়, তিনি সকলকে আরও চমকে দিয়ে দাবি করেন কানপুরে ভারতের বিরুদ্ধে ম্যাচই তাঁর শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ হতে পারে। তবে শাকিবের ইচ্ছা ঘরের মাঠে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নির্বাচিত হলে, সেই সিরিজ় খেলেই টেস্ট থেকে অবসর।
শাকিব বলেন, ‘আমি মিরপুরে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছি। যদি আমার ইচ্ছাপূরণ না হয়, তাহলে ভারতের বিরুদ্ধে ম্যাচই আমার শেষ টেস্ট ম্যাচ হতে চলেছে। বাংলাদেশ ক্রিকেট আমায় অনেক কিছু দিয়েছে। তাই আমিও নিজের ঘরের মাঠে দলের হয়ে শেষবার মাঠে নামতে চাই।’
বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের প্রসঙ্গ উঠলে, শাকিব আল হাসানের নাম কিন্তু সবার আগেই আসবে। তিনি ২০০৭ সালে ঘটনাক্রমে ভারতের বিরুদ্ধেই নিজের আন্তর্জাতিক টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন। চট্টগ্রামে ছিল সেই ম্যাচ। তারপর থেকে দেশের জার্সিতে ৭০টি টেস্ট ম্যাচ খেলেছেন শাকিব। ব্যাট হাতে ৪৬০০ রান করেছেন তিনি। তাঁর দখলে রয়েছে পাঁচটি শতরান ও ৩১টি অর্ধশতরান ঘটানোর কৃতিত্ব। ওপার বাংলার দলের হয়ে টেস্টে তিনি সর্বকালের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।
তবে এর পাশাপাশি বল হাতেও কিন্তু শাকিব অনবদ্য। তিনিই টেস্টে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ২৪২টি উইকেট নিয়েছেন তিনি। একমাত্র বাংলাদেশ বোলার হিসাবে তিনি লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে দুইশো উইকেটের গণ্ডি পার করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও শাকিবের রেকর্ড চোখধাঁধানো। ১২৯টি বিশ ওভারের ম্যাচে ১২১.১৮ স্ট্রাইক রেটে শাকিব মোট ২৫৫১ রান করেছেন। তিনি ১৪৯ টি উইকেট নিয়েছেন এই ফর্ম্যাটে। গত জুনে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের সুপার এইটে খেলেছিলেন তিনি। সেটাই তাঁর শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়ে দাঁড়াল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ফের স্পিন জালে ফেঁসে গেলেন কোহলি! কানপুর টেস্টের আগে বিরাটের ফর্ম নিয়ে উদ্বেগ
আরও দেখুন