শাহরুখ খানকে হুমকি, মুক্তিপণ দাবি, অবশেষে গ্রেফতার অভিযুক্ত
মুম্বই: শাহরুখ খানকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। মুক্তিপণ বাবদ চাওয়া হয়েছিল ৫০ লক্ষ। অবশেষে গ্রেফতার অভিযুক্ত। ছত্তীসগঢ়ের রায়পুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতের নাম মহম্মদ ফয়জান খান। পেশায় আইনজীবী তিনি। ছত্তীসগঢ়ের রায়গড়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বয়ান রেকর্ড করতে অনুপস্থিতির জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। (Shah Rukh Khan)
তদন্তে নেমে গোড়াতেই ফয়জানের কাছে পৌঁছয় পুলিশ। ১৪ নভেম্বর মুম্বই এসে বয়ান রেকর্ড করবেন বলে জানিয়েছিলেন ফয়জান। কিন্তু বিষয়টি শাহরুখকে হুমকি দেওয়ার বিষয়টি সামনে আসতেই, ফয়জান বিপাকে পড়েন। লাগাতার ফোনে তিনি হুমকি পরেতে শুরু করেছিলেন বলে খবর। এতে মুম্বই পুলিশের কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন ফয়জান। নিরাপত্তার খাতিরে ভার্চুয়াল মাধ্যমে যাতে তাঁর বয়ান রেকর্ড করা হয়, তার জন্য অনুরোধ জানান। কিন্তু তার পরও বয়ান রেকর্ড করতে হাজির হননি। তাই এবার গ্রেফতার করা হল তাঁকে। (Mumbai Police)
ধৃতের বিরুদ্ধে ভারতীয় নয় সংহিতার ৩০৮ (৪) (খুন, আঘাত করার হুমকি দিয়ে তোলাবাজি), ৩৫১ (৩) (৪) (অপরাধমূলক ভাবে ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের হয়েছে।
মুম্বইয়ের বান্দ্রা থানায় ফোন করে শাহরুখকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। প্রাণে বাঁচতে চাইলে শাহরুখকে ৫০ লক্ষ টাকা দিতে হবে বলেও শর্ত রাখা হয়। নাম জানতে চাইলে, ফোনে হুমকি দেওয়া ব্যক্তি জানান, তাঁর নাম, ‘হিন্দুস্তানি’। সেই ঘটনায় ফোন নম্বরের টাওয়ার লোকেশন ধরে ছত্তীসগঢ় পৌঁছয় পুলিশের একটি দল। ফয়জানের নামেই ফোন নম্বরটি নথিভুক্ত ছিল। কিন্তু পুলিশকে ফয়জান জানান, তাঁর ফোন চুরি হয়ে গিয়েছিল। সেই মর্মে ২ নভেম্বর থানায় অভিযোগ দায়ের করেন বলে দাবিও করেন।
এর আগে, গত বছর অক্টোবর মাসেও খুনের হুমকি পান শাহরুখ। ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ছবির সাফল্যের পর হুমকি আসে। সেই সময়ই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়। এবারও নিরাপত্তা বাড়ানো হয় মুম্বইয়ে শাহরুখের বাংলো ‘মন্নতে’র। শাহরুখকে নিশানা করে এই হুমকি আসায় মায়ানগরীর তারকা শিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। কারণ বেশ কিছু দিন ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন সলমন। তাঁকে খুনের হুমকি দেওয়ার নেপথ্যে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই এবং তাঁর গ্যাং বিশ্নোই গ্য়াংয়ের নাম জড়িয়েছে। পাশাপাশি, আরও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
কৃষ্ণসার হরিণ মামলাকে হাতিয়ার করে সলমনকে হুমকি দিয়ে চলেছে বিশ্নোই গ্যাং। প্রাণে বাঁচতে চাইলে অভিনেতাকে ৫ কোটি টাকা মুক্তিপণ দিতে হবে বলে দাবি জানিয়েছে তারা। গত কয়েক বছরে বেশ সক্রিয় হয়ে উঠেছে বিশ্নোই গ্যাং। পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার পর খবরের শিরোনামে উঠে আসে তারা। সেই থেকে একাধিক শিল্পী তাদের থেকে হুমকি পেয়েছেন। গত কয়েক বছর ধরে লাগাতার সলমনকে খুনের হুমকি দিয়ে চলেছে তারা। এমনকি সলমনের বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলিও চালায় তারা। গত ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিও আততায়ীদের গুলিতে মারা যান।
আরও দেখুন