Shah Rukh Khan Gets Threat Call: ভাইজানের পর টার্গেট কিং খান! প্রাণনাশের হুমকি শাহরুখকে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টাইগারের পর এবার টার্গেটে পাঠান। প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান। বলিউড বাদশাকে হুমকি-বার্তা দেওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিস। মুম্বইয়ের বান্দ্রা থানায় দায়ের হয়েছে মামলা। পুলিস কলারকে সনাক্ত করেছে। রায়পুরকে ওই ফোনটি এসেছে। জানা গিয়েছে, ফইজ়ান নামে এক ব্যক্তির তরফ থেকে এই হুমকি ফোন আসে। কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন, Sushant Singh Rajput | Somy Ali: ‘সুশান্তকে খুন করা হয়েছে…’! বিস্ফোরক দাবি সলমানের প্রাক্তন সোমির
Mumbai | Case registered against an unidentified person at Bandra Police Station in Mumbai for allegedly giving a threat to actor Shah Rukh Khan. Offence u/s 308(4), 351(3)(4) BNS registered. Details awaited.
(File photo) pic.twitter.com/wE0fdO8sd9
— ANI (@ANI) November 7, 2024
ওই ফোন নম্বরটি এখনও সক্রিয় রয়েছে এবং তার টাওয়ার লোকেশন ধরেই পুলিস এগোচ্ছে বলে খবর। ইতিমধ্যেই রায়পুরে পৌঁছে গিয়েছে পুলিসের একটি দল। শাহরুখকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কয়েক কোটি টাকার দাবি মেটালে তবেই নিস্তার পাবেন বলে এসেছে হুমকি। এর আগে একাধিকবার অভিনেতা সলমন খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ৷ নেপথ্যে বারবার উঠে এসেছে লরেন্স বিষ্ণোইয়ের নাম৷
কিছুদিন আগে জন্মদিনে মন্নতের বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করতে আসেননি শাহরুখ। কিন্তু রাতে পৌঁছে গিয়েছিলেন রানি মুখোপাধ্য়ায়ের দিওয়ালি পার্টিতে। ফ্যানেদের চিন্তা, তাহলে কি বিষয়টা আগেই আঁচ করতে পেরেছিলেন কিং খান! তবে এ ঘটনার পর শাহরুখের বাড়ি মন্নতের সামনে অতিরিক্ত নিরাপত্তা বসানো হবে কি না, তা এখনও জানা যায়নি ৷ এই ঘটনায় তোলপাড় নেটপাড়া৷
আরও পড়ুন, Ranbir Kapoor: মেয়ের জন্মদিনে ‘ডবল’ ধামাকা! দুই পর্ব নিয়ে পর্দা কাঁপাবে রণবীরের রামায়ণ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)