জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪ সালের আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad)। হায়দরাবাদকে হারিয়ে সেবার শিরোপা জিতেছিল কলকাতা। ইডেন গার্ডেন্সে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল সেই দুই দলই। তবে এবার লিগের খেলায়। ব্যাটে-বলে দুরন্ত কেকেআর ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছে এসআরএইচকে ( KKR vs SRH)। ৮০ রানে জিতল কলকাতা। একেবারে খেলেছে চ্যাম্পিয়নদের মতোই। খেলার পর কেকেআর সিইও, ভেঙ্কি মাইসোর সাজঘরে এসে রাহানেদেরকে পড়ে শুনিয়েছেন দলের মালিক শাহরুখ খানের (Shah Rukh Khan) মেসেজ। যা ছিল আগুনে পেপটক।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
‘আমাদের বস ম্যান লম্বা মেসেজ পাঠিয়েছে। তাঁর নির্দেশেই আমি সকলকে পড়ে শোনাচ্ছি। আমি ওঁর মতো করে পড়ে শোনানোর চেষ্টা করি তোমাদের (হাসি), না থাক আমি এমনিই পড়ছি। তা উনি লিখেছেন, ‘ওয়াও! আমার মনে হয়, এরকম খেলার গোপন রহস্যই হচ্ছে টিম মিটিংয়ে ও ম্যাচের আগে আমার স্ত্রিনে আসা। এভাবেই খেলে যাও, আমরা চ্যাম্পিয়ন।’ শাহরুখ ব্যাটারদের প্রশংসা করে বলেছেন, ‘সবাই অসাধারণ, ওয়েল ডান অঙ্গকৃষ (রঘুবংশী), উৎকৃষ্ট ক্রিকেটে খেলার অভিনন্দন, অজিঙ্কা তুমি অধিনায়কোচিত ইনিংস খেললে, তেমনই গেম স্ট্র্য়াটেজি। আর ভেঙ্কটেশ, তুমি বেশি দূর ভাববেই না। ক্রিজে সময় কাটাও, ওটাই তোমার জায়গা। রিঙ্কু তোমাকে আবার হাসতে দেখে ভালোলাগছে। তুমি চ্যাম্প’। রাহানে (২৭ বলে ৩৮), রঘুবংশী (৩২ বলে ৫০), আইয়ার (২৯ বলে ৬০) ও রিঙ্কু সিংরা (১৭ বলে ৩২) জ্বলে উঠেছিলেন হায়দরাবাদের বিরুদ্ধে।
বোলারদেরও ভোলেননি কিং, তাঁর সংযোজন, ‘বোলাররাও খুব ভালো করেছে। সুনীল (নারিন) এবং বরুণ (চক্রবর্তী), তোমাদের দু’জনকে একসঙ্গে বল করতে দেখে খুব ভালো লাগছে। এবং খেলার সেরা দু’জনকে পেয়ে আমরা ভাগ্যবান। হর্ষিত (রানা), চমৎকার ক্যাচ ভাই এবং তার সঙ্গে দুর্দান্ত বোলিং। এবং বৈভব, তুমি আজ স্টার। একটা নির্দিষ্ট পরিকল্পনায় খেললে এবং সেটা ধরে রাখলে। অভিনন্দন আন্দ্রে (রাসেল), মঈন (আলি) ভাই, রমনদীপ (সিং)। এক ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং অনুকূল (রায়), ভাল ক্যাচ নিয়েছিলে। তুমি তো কিছুই ছাড়ছ না দেখছি। এই ম্যাচ থেকে প্রধানত একটিই শিক্ষা পেলাম। কুইনি (কুইন্টন ডি কক) যা বলছেন তা শোনো। সকলকে শুভকামনা। তোমাদের সবার সঙ্গে পার্টি করতে চাই। দ্রুত তোমাদের সঙ্গে যোগ দেব। সবাইকে ভালোবাসি।” বল হাতে কামাল করলেন পেসার বৈভব অরোরা ও স্পিনার বরুণ চক্রবর্তী। বৈভব রঘুবংশীর বদলে ইমপ্যাক্ট প্লেয়ার সাব হিসেবে নেমে ৩ উইকেট তুলে নেন। বরুণও নেন ৩ উইকেট। আন্দ্রে রাসেল ২টি ও সুনীল নারিন নিয়েছেন একটি করে উইকেট।
খেলার আগে এসআরএইচ ৮ নম্বরে এবং কেকেআর ১০ নম্বরে ছিল! উভয় ফ্র্যাঞ্চাইজিই শুধুমাত্র রাজস্থান রয়্যালসকে হারাতে পেরেছিল। দু’দলেরই পাখির চোখ ছিল পয়েন্ট টেবলে উঠে আসার। কলকাতা পারল, হায়দরবাদ পারল না। কেকেআর ১০ থেকে ৫ ধাপ লাফিয়ে চলে এল টেবলের ৫ নম্বরে। ওদিকে হায়দরাবাদ ৫ ধাপ নেমে চলে গেল ১০ নম্বরে!
আরও পড়ুন: দুরন্ত ভেঙ্কি-বৈভব-বরুণ, ইডেনে নাইট ঝড়, নিশ্চিহ্ণ নিজামের শহর!
আরও পড়ুন: ১১-র খেলায় ১২ নম্বরে ব্যাট! তাও আবার রানের বিশ্বরেকর্ড, ইতিহাসে বোলার সুফিয়ান মুকিম
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)