# Tags
#Blog

চাকরি ছাড়লেও পুরনো মালিককে ভোলেননি গম্ভীর, পেলেন বিরাট সার্টিফিকেটও

চাকরি ছাড়লেও পুরনো মালিককে ভোলেননি গম্ভীর, পেলেন বিরাট সার্টিফিকেটও
Listen to this article


মুম্বই: তিনি শাহরুখ খানের (SRK) লাকি চার্ম।

সেবার আইপিএল (IPL) ট্রফির জন্য মরিয়া হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের প্রথম চার বছর খালি হাতে ফিরতে হয়েছে নাইট শিবিরকে। নেতৃত্বের ভার তুলে দেওয়া হল তাঁর হাতে। অনেকে ভ্রু কুঁচকেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তি অধিনায়ক হিসাবে যে দলকে সাফল্য এনে দিতে পারেননি, সেই দলের অধিনায়ক কি না গৌতম গম্ভীর?

কিন্তু সব প্রশ্নকে মাঠের বাইরে উড়িয়েছিলেন গম্ভীর। তিন বছরের মধ্যে দু-দুবার কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করে সাড়া ফেলে দিয়েছিলেন গৌতি।

তারপর অবশ্য ফের ট্রফির খরা। ২০১৪ সালের পর থেকে আর আইপিেল ট্রফি আসছে না। গম্ভীর ততদিনে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। যে দলের মালিক বিখ্যাত শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু শাহরুখ চাইলে সব পারেন। অগত্যা তিনি গম্ভীরকে রাজি করালেন লখনউ ছেড়ে কেকেআরের মেন্টর হিসাবে দায়িত্ব নিতে।

আর দায়িত্ব নিয়েই ফের চমক দেন গম্ভীর। দশ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। তৃতীয় ট্রফি নাইটদের। তারপরই ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নিয়ে কেকেআর ছাড়েন গম্ভীর। শোনা যায়, শাহরুখকে রাজি করিয়েই ছাড়পত্র পেয়েছিলেন গম্ভীর।

শাহরুখ খানের জন্মদিন হবে, আর প্রিয় ‘জিজি’ শুভেচ্ছা জানাবেন না, তা আবার হয় নাকি! গম্ভীর শাহরুখের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুভেচ্ছাবার্তায় লেখেন, ‘সেই লোকটিকে শুভেচ্ছা জানাি যে সব সময় ২৫ বছর বয়স পূর্ণ করে। আপনার প্রাণশক্তি, জৌলুস আর মজা প্রত্যেক বছর আরও তরুণ হতে থাকুক। আপনি এভাবেই ভালবাসা বিতরণ করে যান।’

 

গম্ভীরের বার্তার জবাব দিয়েছেন কিংগ খানও। বলিউডের বাদশা গম্ভীরের উদ্দেশে লিখেছেন, ‘আমার বয়স ২৫? আমি ভেবেছিলাম আরও কম। হা হা, জিজি তুমি এমন এক প্রেরণা হয়ে থাকার জন্য ধন্যবাদ। আর জীবনে যে সততা তুমি নিয়ে আসো। তুমি বরাবর আমার ক্যাপ্টেন। চিরকালের জন্য। অনেক ভালবাসা রইল।’

আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal