৫৯ পূর্ণ শাহরুখের, বিশেষ বার্তায় টিম মালিককে শুভেচ্ছা কলকাতা নাইট রাইডার্সের
কলকাতা: দেখতে দেখতে ৫৯ বছর পূর্ণ করে ফেললেন শাহরুখ খান (Shah Rukh Khan)। শনিবার, ২ নভেম্বর জন্মদিন শাহরুখের। সকাল থেকে মুম্বইয়ের ল্যান্ডস এন্ডে তাঁর বিখ্যাত বাংলো মন্নতের সামনে ভিড় ভক্ত অনুরাগীদের। বলিউডের বাদশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশেষ পোস্ট করল আইপিএলে তাঁর দল কলকাতা নাইট রাইডার্সও (KKR)।
শাহরুখের বিভিন্ন ছবি দিয়ে একটি কোলাজ বানিয়েছে কেকেআর। ছবির ভিড়ে অবশ্যই রয়েছে দুহাত প্রসারিত করে শাহরুখের সিগনেচার স্টাইল। সঙ্গে রয়েছে ২০২৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে শাহরুখের ছবি। সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের সুপারস্টারকে জন্মদিনের শুভেচ্ছা, যিনি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছেন।’
আরও পড়ুন: ১৯ বছর বয়সে প্রথম সুযোগ, ৩১ ছুঁতে চললেন, বরাবরই স্পেশ্যাল হতে চেয়েছিলেন বুম বুম বুমরা
২০০৮ সাল। মহা ধুমধাম করে শুরু হল আইপিএল। বন্ধু তথা দীর্ঘদিনের সহ অভিনেত্রী জুহি চাওলার সঙ্গে মিলে কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিকানা কেনেন শাহরুখ। দলের নাম দেন কলকাতা নাইট রাইডার্স। কালো সোনালি জার্সি। দলে সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং, শোয়েব আখতারের মতো মহাতারকা। আইপিএলের সবচেয়ে বেশি আকর্ষণ ছিল কেকেআরকে কেন্দ্র করেই।
যদিও ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থাকছিল কেকেআর সমর্থকদের। অবশেষে ২০১২ সালে হয় মোক্ষলাভ। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ফাইনালে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। ২ বছর পর দ্বিতীয় খেতাব। এবার চূড়ান্ত রণভূমি ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। ফাইনালে প্রীতি জিন্টার দল কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয় ট্রফি জেতে কেকেআর। দুবারই ট্রফি জয়ের পর শিশুর মতো করে আনন্দ করেন এসআরকে। কলকাতায় এসে ট্রফি নিয়ে উৎসব করেন।
তারপর ফের দশ বছরের অপেক্ষা। মাঝে যেন দল নিয়ে নিজেই কিছুটা নিরাশায় ভুগতেন। নিয়মিত মাঠে দেখা যেত না বাজিগরকে। তবে গত আইপিএলে নিজে উদ্যোগ নিয়ে মেন্টর করে নিয়ে এসেছিলেন গৌতম গম্ভীরকে। তারপরই ভোলবদল দলের। ফের চ্যাম্পিয়ন কেকেআর।
নাইট ক্রিকেটারেরা বলে থাকেন, তাঁদের সবচেয়ে বড় মেন্টর শাহরুখ নিজে। তিনি প্রত্যেক ক্রিকেটারের খেয়াল রাখেন। উৎসাহ দেন। মানসিকভাবে এত ইতিবাচক জায়গায় রাখেন যে, মাঠে নিশ্চিন্ত মনে খেলতে পারেন ক্রিকেটারেরা।
টিম মালিকের জন্মদিনে তাই শুভেচ্ছায় ভাসালেন নাইট ক্রিকেটারেরাও।
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন
Source link
Average Rating