NOW READING:
Hazratullah Zazai: বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া, বুক ভেঙে টুকরো টুকরো তারকার, হারালেন ২ বছরের মেয়েকে!
March 14, 2025

Hazratullah Zazai: বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া, বুক ভেঙে টুকরো টুকরো তারকার, হারালেন ২ বছরের মেয়েকে!

Hazratullah Zazai: বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া, বুক ভেঙে টুকরো টুকরো তারকার, হারালেন ২ বছরের মেয়েকে!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব ক্রিকেটে আচমকাই নেমে এল শোকের ছায়া! বুক ভেঙে টুকরো টুকরো আফগান বাঁ-হাতি ব্যাটার হজরাতুল্লাহ জাজাইয়ের (Hazratullah Zazai)। এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেল তাঁর জীবনে। ২ বছরের ফুটফুটে মেয়েকে হারালেন যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশের ক্রিকেটার।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

জাজাইয়ের জাতীয় দলের সতীর্থ করিম জানাত। সোশ্যাল মিডিয়ায় এই মর্মান্তিক খবর শেয়ার করে গভীর শোক প্রকাশ করেছেন। জাজাই এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তিনি লিখেছেন, ‘আপনাদের সকলকে গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরাতুল্লাহ জাজাই তাঁর মেয়েকে হারিয়েছে। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তাঁর এবং তাঁর পরিবারের জন্য আমার হৃদয় কাঁদছে। ওর এই মর্মান্তিক ক্ষতি সময়ে দয়া করে ওর পাশে থাকবেন আপনারা।’


 
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী আফগান দলে যদিও জাজাই ছিলেন না। ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে তাঁর ওডিআই অভিষেক হয়েছিল। এরপর থেকে তিনি ১৬টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছেন। ৩৬১ রান করেছেন। পাশাপাশি দেশের জার্সিতে ৪৫ টি-টোয়েন্টিও খেলেছেন তিনি। করেছেন ১১৬০ রান। একটি শতরান ও পাঁচটি অর্ধ-শতরান আছে তাঁর ঝুলিতে।

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৬২ বলে ১৬২ রান (১১ চার, ১১ ছয়) করেছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বাধিক ব্যক্তিগত স্কোরের তালিকায় জাজাই দ্বিতীয় স্থানে রয়েছেন। 

২০১৮ সালের আফগানিস্তান প্রিমিয়র লিগে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বলখ লেজেন্ডসের বিরুদ্ধে কাবুল জোয়ানানের হয়ে খেলার সময় বাঁ-হাতি স্পিনার আবদুল্লাহ মাজারির এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। সেই ম্যাচে তিনি ৩৬৪.৭০ স্ট্রাইক-রেটে ১৭ বলে ৬২ রান করেছিলেন। জাজাই কল্পনাও করেননি যে, তাঁকে এই দুর্দিন দেখতে হবে। 

আরও পড়ুন: দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েই জ্যাকপট, এবার সিংহাসনে জাতীয় দলের এই নক্ষত্র

আরও পড়ুন: ক্রাচের ভরে ওয়াকিং বুটে হাঁটা! তাও অটুট দায়বদ্ধতার ‘দ্য ওয়াল’! সাধে কী আর দ্রাবিড়

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link