NOW READING:
ক্যাম্পাসে ক্যাম্পাসে এবার চালিয়ে খেলা হবে, হুঙ্কার দিল SFI
March 6, 2025

ক্যাম্পাসে ক্যাম্পাসে এবার চালিয়ে খেলা হবে, হুঙ্কার দিল SFI

ক্যাম্পাসে ক্যাম্পাসে এবার চালিয়ে খেলা হবে, হুঙ্কার দিল SFI
Listen to this article



<p><strong>কলকাতা: </strong>যাদবপুরকাণ্ডে বাড়ল উত্তাপ। কেন কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোট হচ্ছে না? শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ধরে আক্রমণ SFI-এর রাজ্য সম্পাদকের। একইসঙ্গে হুঁশিয়ারি দিলেন ‘এবার চালিয়ে খেলা হবে।'</p>
<p>যাদবপুরকাণ্ডে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এরইমধ্যে SFI-এর ডাকা ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুর কলেজে ছাত্রীকে নিগ্রহের অভিযোগ উঠেছে। যা নিয়ে এবার সরব সিপিএমের ছাত্র সংগঠন। তৃণমূলের খেলা হবে-এর পাল্টা এবার তাদের মুখে চালিয়ে খেলা হবে-র হুঙ্কার। এদিন SFI রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "২০১৩ ও ১৪ সালে অনেক বিশ্ববিদ্যালয়ে ভোট হয়নি। কাজি নজরুল বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ভোট হয়নি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে শেষ বার নির্বাচন হয়েছিল। ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয় চলছে অস্থায়ী উপাচার্য দিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়েও অস্থায়ী উপাচার্য দিয়ে চলছে। ছাত্র সংসদের নির্বাচনের কথা এলেই আইনশৃঙ্খলার কথা উঠে আসে। তৃণমূলের মনোভাব বোঝা যাচ্ছে। বোমা বাঁধার যোগ্যতার নিরিখে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ক্যাম্পাসে ক্যাম্পাসের তৃণমূলের ক্রাইম সিন্ডিকেট। দিনের পর দিন কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। ক্যাম্পাসের মাটিতে পড়ে থেকে ক্রিমিনালরাজ বন্ধ করতে হবে। ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য সরকার। ক্যাম্পাসে ক্যাম্পাসে এবার চালিয়ে খেলা হবে।&nbsp;</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Weather Update: বসন্তেই তীব্র দহনজ্বালা, কাল থেকেই ঊর্ধ্বমুখী পারদ" href="https://bengali.abplive.com/district/weather-update-south-bengal-temperature-increasing-rapidly-north-bengal-situation-1123537" target="_self">Weather Update: বসন্তেই তীব্র দহনজ্বালা, কাল থেকেই ঊর্ধ্বমুখী পারদ</a></strong></p>



Source link