Karnataka: ভয়ংকর দুর্ঘটনা! লরির তলায় চাপা পড়ে, চোখের নিমেষেই শেষ দুই শিশু সহ…
![Karnataka: ভয়ংকর দুর্ঘটনা! লরির তলায় চাপা পড়ে, চোখের নিমেষেই শেষ দুই শিশু সহ… Karnataka: ভয়ংকর দুর্ঘটনা! লরির তলায় চাপা পড়ে, চোখের নিমেষেই শেষ দুই শিশু সহ…](https://i1.wp.com/bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/22/510469-accidnet.png?w=991&resize=991,564&ssl=1)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্ণাটকে মর্মান্তিক পথদুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশু-সহ ছয় জনের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের নেলামঙ্গলায়। ব্যস্ত রাস্তায় মালবাহী ট্রাকের নিচে পিষে গেল একটি গাড়ি।
আরও পড়ুন: Tamil Nadu: দক্ষিণের মন্দিরে একুশে আইন? প্রণামী বাক্সে ভুল করে পড়ে যাওয়া আইফোনও দেবতার…
পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা ১১টা নাগাদ নাগাদ নেলামঙ্গলার কাছে বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। একটি মাল বোঝায় লরি এবং ওই গাড়িটি টুমাকুরু থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। পুলিস জানায়, ওই গাড়ির সকলেই ঘুরতে যাচ্ছিলেন। এবং হাইওয়েতে সমান্তরালভাবে লরি এবং গাড়িটি যাচ্ছিল। সেই সময় লরিটি নিজের গতিবেগ সামলাতে না পেরে সামনের ট্রাককে ধাক্কা মারে। সেখানেই ঘটে মূল বিপত্তি। দুধ বোঝায় কন্টেনার উল্টে যায় গাড়িটির উপর।
ভারি কন্টেনারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের। ক্রেনের সাহায্যে ট্রাকটিকে সরিয়ে মৃতদের দেহগুলি উদ্ধার করা হয়। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দুই শিশু-সহ ছ’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে তা-ও। ঘটনায় মামলা করা হয়েছে ট্রাক চালকের উপর। যিনি ঘটনার পর আহত হয়েছেন। তাই তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)