জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ২৫ নভেম্বর থেকে রাজ্য বিধানসভায় শুরু হবে শীতকালীন অধিবেশন। ২২ তারিখ অর্থাৎ শুক্রবার রয়েছে সর্বদল বৈঠক এবং বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। এবার অধিবেশনে মোট ৭টি বিল নিয়ে আলোচনা এবং সেগুলি পাস করানোর চেষ্টা করা হবে। ৭টি বিলই গত বাদল অধিবেশনে পেশ করা হয়েছিল।
আরও পড়ুন: Fengal: ২৭ নভেম্বরের দিকে তাকিয়ে কাঁপছে গোটা উপকূল অঞ্চল! তবে তার আগে জেনে নিন, আগামীকাল কী ঘটবে…
সেই তালিকায় রয়েছে, বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল, গোয়া বিধানসভায় তপশিলি জাতি ও উপজাতি সম্পর্কিত বিল, মুসলমান ওয়াকফ বিল ২০২৪, সমুদ্রপথে পণ্য পরিবহন সংক্রান্ত বিল, রেলওয়ে সংশোধনী বিল, ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল। নতুন বিলের তালিকায় রয়েছে, রাষ্ট্রীয় সহকারি বিশ্ববিদ্যালয় বিল, পাঞ্জাব কোর্ট বিল, মার্চেন্ট শিপিং বিল, কোষ্টাল শিপিং বিল এবং ইন্ডিয়ান পোর্টস বিল। এছাড়াও ২০২৪-২৫ সালের বাজেট অতিরিক্ত বরাদ্দ নিয়েও আলোচনা হবে বলে জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার সংসদে তড়িঘড়ি করে ওয়াকফ বিল পাস করার চেষ্টা করছে বলে অভিযোগ ইন্ডিয়া শিবিরের সদস্য দলগুলি। বিধানসভার আসন্ন অধিবেশনে ওয়াকফ প্রস্তাব আনার পক্ষে শাসক। দু’দিন আগেই সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই ওয়াকফ সংশোধনী বিল পাস হবে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজুজু। ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রতিটি বৈঠকেই উত্তাল হয়েছে। সংসদের অধিবেশনে বিলটি পেশ হলেও পাশ করানো নিয়ে উত্তাল হতে পারে আশঙ্কা সকলেরই।
যদিও সংসদে মোদীকে বিঁধতে ব্যবহার হতে পারে মণিপুরের ইস্যু। সোমবার সংসদে শীতকালীন অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মণিপুরে যেতে হবে দাবি জানিয়েছে কংগ্রেস। মণিপুরে ডবল ইঞ্জিন সরকারের সম্পূর্ণ ব্যর্থতার জন্য অমিত শাহের পদত্যাগেরও দাবি করে হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “৩ মে ২০২৩ থেকে মণিপুর জ্বলছে। প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন দেশে যাচ্ছেন। কিন্তু মণিপুরে যাওয়ার সময় পাননি। আমাদের প্রথম দাবি হল, প্রধানমন্ত্রীকে সংসদের অধিবেশনের আগে সময় বের করে মণিপুরে যেতে হবে ৷ সেখানে রাজনৈতিক দল, রাজনীতিবিদ, সুশীল সমাজ গোষ্ঠী এবং ত্রাণ শিবিরে থাকা লোকজনের সঙ্গে দেখা করতে হবে।’
আরও পড়ুন: Gautam Adani: ঘুষ, পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ! এক ধাক্কায় আদানি গোষ্ঠীর ২৩ শতাংশ শেয়ারে ধস…
অন্যদিকে বুধবার আমেরিকার নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে গৌতম আদানি ও তাঁর কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করা হয়। অভিযোগে বলা হয়েছে, গৌতম আদানি ও তাঁর সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন। আদানিদের বিরুদ্ধে অভিযোগ, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তাঁরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন! মার্কিন কৌঁসুলিরা বলেন, গৌতম আদানি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে নিজে আলোচনা করেছিলেন, এমন তথ্যও আছে। আরও অভিযোগ, এরপর আদানি গ্রিন এনার্জি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। এ জন্য তারা বন্ড ছাড়ে। এই তিনটি বিষয় সংসদে মোদীকে বিঁধতে ইন্ডিয়া-র অস্ত্র হতে পারে বলে মনে করছেন বিরোধীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)