NOW READING:
৪ মাস পরে ফের ১০০০ পয়েন্ট পার সেনসেক্স ! সকালেই ৪.৬৩ লক্ষ কোটির মুনাফা বিনিয়োগকারীদের
March 24, 2025

৪ মাস পরে ফের ১০০০ পয়েন্ট পার সেনসেক্স ! সকালেই ৪.৬৩ লক্ষ কোটির মুনাফা বিনিয়োগকারীদের

৪ মাস পরে ফের ১০০০ পয়েন্ট পার সেনসেক্স ! সকালেই ৪.৬৩ লক্ষ কোটির মুনাফা বিনিয়োগকারীদের
Listen to this article


Share Market: সোমবার ফের সবুজে সবুজ হল বাজার। ফিরল দুরন্ত গতি। টানা ষষ্ঠ সেশনে এই নিয়ে লাফ দিল সূচক। ব্যাঙ্কিং এবং আইটি সংস্থাগুলির স্টকে (Stock Market) দারুণ লাফ দেখা যায় এই মেয়াদে। অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীরাও ব্যাপক হারে ভারতীয় শেয়ার বাজারে কেনাকাটা শুরু করেছেন। বাজারে বিনিয়োগকারীদের (Sensex Today) ভরসা বাড়ছে আবার, এবার কি বুল রান শুরু হবে ?

আজ সকাল ১১টা নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১.১৯ শতাংশ বেড়ে পৌঁছে যায় ৭৭,৮২৩-এর স্তরে। অন্যদিকে নিফটি ৫০ সূচক ২৩,৬১৫-এর স্তরে ট্রেড করতে থাকে। অর্থাৎ এই সূচকেও ১.১৩ শতাংশ উত্থান এসেছে। স্টক মার্কেটে এই উত্থানের ফলে বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন একদিনেই ৪.৬৩ লক্ষ কোটি টাকা বেড়ে হয় ৪১৭.৫৩ লক্ষ কোটি টাকা।

বিদেশি বিনিয়োগকারীরা ব্যাপক হারে কেনাকাটা করছেন

গত সপ্তাহে শুক্রবারে বিদেশি বিনিয়োগকারীরা ৭৫০০ কোটি টাকার শেয়ার ক্যাশ মার্কেটে কিনেছেন। আর এটাই এখনও পর্যন্ত বিগত চার মাসে সর্বোচ্চ বিনিয়োগের তালিকায় শীর্ষে। বিদেশি বিনিয়োগকারীরা স্টক মার্কেটে ক্রমাগত কেনাকাটা করে চলেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে পরপর শেয়ার বিক্রি চলছিল বিদেশি বিনিয়োগকারীদের। এই সময়ের মধ্যে তারা মোট ২৯ বিলিয়ন ডলারের শেয়ার ভারতের বাজারে বিক্রি করেছিলেন।

কেন গতি ফিরছে বাজারে

কেন দ্রুতগতিতে বাড়ছে সূচক ? এই উত্থানের পিছনে কারণ কী ? সংবাদসূত্র অনুসারে বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন গত সপ্তাহে মার্কিন ফেডারেল ব্যাঙ্কের বৈঠকের ফলে আগামীতে রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে। দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের ক্রমাগত কেনাকাটাও এই উত্থানের অন্যতম কারণ। আর মর্গান স্ট্যানলির মতে ভারতের অর্থনীতি ক্রমেই শক্তপোক্ত হচ্ছে, সেই কারণে বাজারে ভরসা বাড়ছে বিনিয়োগকারীদের।

কোন কোন স্টকে লাফ

সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে আজ কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, এনটিপিসি, পাওয়ার গ্রিড, অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারে সবথেকে বেশি উত্থান দেখা গিয়েছে।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় ।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও দেখুন



Source link