আদানি গ্রুপের শেয়ারে ধস, পতনেই বন্ধ বাজার- একদিনেই ৪৯ লক্ষ কোটি খোয়ালেন বিনিয়োগকারীরা

Estimated read time 1 min read
Listen to this article


Share Market: আজ সকালে বাজার খোলার পরেই আদানি গ্রুপের স্টকগুলিতে বিপুল পতন আসে এবং পিএসইউ ব্যাঙ্কের শেয়ারেও পতন দেখা যায়। আর তাই আজ আবার পতনেই বন্ধ হয়েছে বাজার। আমেরিকার আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ২২৫০ কোটি ঘুষের অভিযোগ ওঠায় ২০ শতাংশ পর্যন্ত ধস নামে আদানি গ্রুপের শেয়ারগুলিতে। পরে বাজার বন্ধের (Stock Market Closing) সময় কিছু কিছু শেয়ারে ২৩-২৪ শতাংশ ধসও লক্ষ্য করা যায়। আজ বাজারে গৌতম আদানির মোট সম্পদ ১২.১ বিলিয়ন ডলার কমে গিয়েছে। আর এর প্রভাব পড়েছে সেনসেক্স এবং নিফটি সূচকেও। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স (Sensex Today) আজ ৪২২.৫৯ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ পড়ে ৭৭,১৫৫ এর স্তরে বন্ধ হয়েছে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ আজ ১৬৮ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছে ২৩,৩৪৯০-এর স্তরে।

কত লোকসান বিনিয়োগকারীদের

আজকের বাজারে বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন সর্বোচ্চ ৪৭৮ লক্ষ কোটির সীমা থেকে নেমে এসেছে ৪২৫.০৯ লক্ষ কোটিতে। অর্থাৎ ইতিমধ্যেই বিনিয়োগকারীরা খুইয়েছেন ৪৯ লক্ষ কোটি টাকা। আজ বিএসইতে ৪০৬৫টি শেয়ারের মধ্যে মোট ২৭৩৬টি শেয়ারের দামে পতন এসেছে, উত্থান দেখা গিয়েছে মাত্র ১২৩৭টি শেয়ারে।

কোন সেক্টরে কী হাল

আজকের বাজারে নিফটি আইটি, অটো, প্রাইভেট ব্যাঙ্ক, রিয়েলটির সেক্টরে সবথেকে বেশি উত্থান এসেছে, আর এছাড়া অন্য সমস্ত সেক্টরেই পতন এসেছে। পিএসইউ ব্যাঙ্কের শেয়ারগুলির সূচকে আজ এক ধাক্কায় ২.৪০ শতাংশ পতন এসেছে।

সেনসেক্সের শেয়ারে কী অবস্থা

আজ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের ১০টি শেয়ারেই সবথেকে বেশি পতন দেখা গিয়েছে আর পাওয়ার গ্রিডের শেয়ারের দামে সবথেকে বেশি উত্থান এসেছে। এছাড়া যে সমস্ত শেয়ারের দাম বেড়েছে আজ তার মধ্যে রয়েছে আলট্রাটেক সিমেন্ট, টাটা স্টিল, টিসিএস, ইনফোসিস, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, টেক মহিন্দ্রা, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার সবথেকে বেশি বেড়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Adani Group Stocks: বিরাট ধস আদানি গ্রুপের শেয়ারগুলিতে, ২০ শতাংশ পর্যন্ত পড়ল দাম; কী করবেন ?

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours