NOW READING:
RG kar Incident: আরজি কর কাণ্ডে ফের আন্দোলন? ধর্মতলায় ধরনায় বসতে চেয়ে সিপি-কে চিঠি….
December 15, 2024

RG kar Incident: আরজি কর কাণ্ডে ফের আন্দোলন? ধর্মতলায় ধরনায় বসতে চেয়ে সিপি-কে চিঠি….

RG kar Incident: আরজি কর কাণ্ডে ফের আন্দোলন? ধর্মতলায় ধরনায় বসতে চেয়ে সিপি-কে চিঠি….
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ডে ফের আন্দোলন? ধর্মতলায় ধরনার বসতে চেয়ে এবার কলকাতা পুলিস কমিশনারকে চিঠি দিল  জয়েন্ট প্ল্যাটফর্ম ফর ডক্টরস।

আরও পড়ুন:  Fake Passport: শহরেই তৈরি হচ্ছিল বাংলাদেশিদের জন্য জাল পাসপোর্ট, ২ পড়ুয়া-সহ গ্রেফতার ৩

ঘটনাটি ঠিক কী?  দেখতে দেখতে প্রায় চার মাস পার। ৯ অগাস্ট আরজি করের সেমিনার রুমে উদ্ধার হয় ট্রেইনি ডাক্তারের অর্ধনগ্ন দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। এরপর হাইকোর্টে নির্দেশে যখন তদন্তে নামে সিবিআই, প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তত্‍কালীন ওসি অভিজিত্‍ মণ্ডল। কিন্তু ৯০ দিনের মধ্য়ে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে নিয়মাফিক জামিন পেয়ে গিয়েছেন দু’জনই।

পুলিস কমিশনারকে লেখা চিঠি  জয়েন্ট প্ল্যাটফর্ম ফর ডক্টরস তরফে জানানো হয়েছে , সন্দীপ ও অভিজিত্‍ জামিনের প্রতিবাদেই ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধরনায় বসতে চান সংগঠনেক সদস্যরা। কবে? চলতি মাসের ১৭ থেকে ২৬ তারিখ পর্যন্ত। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবিতে এই ডোরিনাং ক্রসিংয়েই ধরনায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। পরে আবার আমরণ অনশনও শুরু করেছিলেন তাঁরা।

এদিকে চুপ করে বসে নেই জুনিয়র ডাক্তাররাও। যেদিন আরজি মামলায় জামিন পান সন্দীপ ও অভিজিত্‍, সেদিন সন্ধ্যায় আরজি হাসপাতাল থেকে শ্য়ামবাজার মোড় পর্যন্ত মোমবাত মিছিল হয়। এরপর শনিবার সল্টলেক করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযান করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

আরও পড়ুন:  TMC Councillor: তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি! ৫০ লক্ষ না দেওয়ায় মাথা ফাটল ব্যবসায়ীর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link