জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও জঙ্গি হামলার(Pahalgam Terror Attack) পর গোটা জম্মু-কাশ্মীর জুড়েই জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। এমনকি জঙ্গিদের খোঁজে তল্লাশির জাল ছড়িয়েছে কলম্বো পর্যন্তও। এর মধ্যেই গোয়েন্দাদের আশঙ্কা জঙ্গিরা তাদের সঙ্গীদের ছাড়াতে জেলে হামলা করতে পারে। সেই কথা মাথায় রেখে শ্রীনগর কেন্দ্রীয় কারাগার এবং জম্মুর কোট বালওয়াল কারাগারের মতো হাই-সিকিওরিটি জেলগুলিতে নিরপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যেই পুঞ্চে জঙ্গিদের একটি গোপন ঘাঁটি খুঁজে পেল নিরাপত্তা বাহিনী।
পুঞ্চ পুলিস ও সেনার রোমিও ফোর্স পুঞ্চের সুরানকোট গ্রামে জঙ্গিদের একটি আস্তানা ধ্বংস করেছে। ওই ডেরা তল্লাশির সময় নিরাপত্তা বাহিনী সেখান থেকে আইইডি(IED), একাধিক রেডিয়ো সেট, তার, বাইনোকুলার ও কম্বল উদ্ধার করেছে। পুঞ্চ পুলিস ওই গোপন আস্তানা ও উদ্ধার হওয়া সামগ্রীর ছবি প্রকাশ করেছে।
উল্লেখ্য, গতকালই কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অব পুলিস ভি কে বিরডি একটি নিরাপত্তা বৈঠক করেন। সেই বৈঠকে ছিলেন সেনা, পুলিস, গোয়েন্দা সংস্থার আধিকারিক, সিএএফএস আধিকারিকরা। বৈঠকে কাশ্মীরের আইজির কাছে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থার সম্প্রতিক পরিস্থিতির বিস্তারিত বিবরণ দেন। ওই বৈঠকের পরপরই পুঞ্চে জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ ওইসব জিনিস উদ্ধার হল।
আরও পড়ুন-লস্কর সদর দফতরেই পহেলগাঁও হামলার ছক! ISI-র প্রত্যক্ষ যোগের ভয়ংকর প্রমাণ ভারতের হাতে..
আরও পড়ুন-ফের জঙ্গি হামলার আশঙ্কা কাশ্মীরে! এবার টার্গেট… গোয়েন্দা ইনপুটে হাই অ্যালার্ট…
জঙ্গি হামলা নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনার মধ্যেই রবিবার রাতে পাকিস্তান থেকে হালকা অস্ত্রের গোলাগুলির জবাব দেয় সেনাবাহিনী। ফলে সীমান্তে একপ্রস্থ উত্তেজনা তৈরি হয়। কুপওয়ারা, বারামুলা, রাজৌরি, মানধের, নৌসেরা, সুন্দরবেনি, আখনুর সেক্টরে পাকিস্তানের গোলাগুলির জবাব দিয়েছে। সেনাবাহিনীর তরফে বলা হয়েছে পাকিস্তানের গুলির যোগ্য জাবাব দিয়েছে ভারতীয় সেনা। এপ্রিলের ২৫ তারিখে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে।
Jammu & Kashmir | Hideout busted in Hari Marote village in Surankot sector of Poonch district with recovery of five IEDs, say Poonch Police
(Source: Poonch Police) pic.twitter.com/HO36EbKPza
— ANI (@ANI) May 5, 2025
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর তদন্তে উঠে এসেছে দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা। আগে জানা গিয়েছে পহেলগাঁওয়ের পাশাপাশি ওই এলাকায় আরও ৩ জায়গায় রেইকি করে জঙ্গিরা। আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং একটি স্থানীয় বিনোদন পার্কেও রেইকি চালায় তারা। আর ওই রেইকি করা হয় ১৫ এপ্রিল। পাশাপাশি কাশ্মীরে তাদের সাহায্যকারীদের সঙ্গেও যোগাযোগ করে ফেলে জঙ্গিরা। ওইসব জায়গার মধ্যে বৈসরনে নিরাপত্তা না থাকায় সেখানেই হামলা চালায় জঙ্গিরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)