NOW READING:
Second Hooghly Bridge: ৩ দিন ‘বন্ধ’ বিদ্যাসাগর সেতু ও সংলগ্ন অনেক রাস্তা! ঘুরপথে কীভাবে যাবেন, জেনে নিন রুট ম্যাপ…
June 12, 2025

Second Hooghly Bridge: ৩ দিন ‘বন্ধ’ বিদ্যাসাগর সেতু ও সংলগ্ন অনেক রাস্তা! ঘুরপথে কীভাবে যাবেন, জেনে নিন রুট ম্যাপ…

Second Hooghly Bridge: ৩ দিন ‘বন্ধ’ বিদ্যাসাগর সেতু ও সংলগ্ন অনেক রাস্তা! ঘুরপথে কীভাবে যাবেন, জেনে নিন রুট ম্যাপ…
Listen to this article


অয়ন ঘোষাল: বিদ্যাসাগর সেতুর মেরামতি ও সংস্কারের কাজ শুরু হবে। স্টে ও হোল্ডিং ডাউন কেবল বিয়ারিং প্রতিস্থাপনের কাজ হবে সেতুর স্বাস্থ্যরক্ষার জন্য। তাই আগামীকাল ১৩ জুন থেকে রবিবার ১৫ জুন প্রতিদিন ভোর সাড়ে ৪টে থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত  সেতুর উপর জিওমেট্রিক মেজারমেন্ট বা জ্যামিতিগত জরিপের কাজ হবে। কাজ করবে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স। ফলে এই ৩ দিন ওই নির্দিষ্ট সময়ে যেতুতে সমস্ত রকমের যান চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। সেতু সংলগ্ন কিছু রাস্তাও এই ট্র্যাফিক বিধিনিষেধের আওতায় পড়বে।

বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প কোন রুটে যান চলাচল

১৩ থেকে ১৫ জুন প্রতিদিন ভোর ০৪:৩০ টা থেকে সকাল ০৭:৩০ টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু ও তার র‍্যাম্প, খিদিরপুর রোড, এজেসি বোস রোড (জিরাট আইল্যান্ড থেকে শুরু করে পশ্চিম দিকে সেন্ট জর্জ গেট রোড ও স্ট্র্যান্ড রোড পর্যন্ত) সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ থাকবে।

জিরাট আইল্যান্ড দিক থেকে এজেসি বোস রোড হয়ে পশ্চিমমুখী যানবাহন, যেগুলির অভিমুখ বিদ্যাসাগর সেতুর দিকে, সেগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিং-এর দিকে যাওয়ার নির্দেশ, যানবাহনগুলি সেখান থেকে সেন্ট জর্জ গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে কেএপি রোডের দিকে ডানদিকে মোড় নিতে পারবে।

এনএন্ডআই (N&I) আইল্যান্ড দিক থেকে কেএপি রোড হয়ে পশ্চিমমুখী যানবাহন, যেগুলির অভিমুখ থাকবে বিদ্যাসাগর সেতু, সেগুলিও ১১ ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিং-এর দিকে যাবে, সেখান থেকে সেন্ট জর্জ গেট রোড –স্ট্র্যান্ড রোড –হাওড়া ব্রিজ ব্যবহার করবে।

খিদিরপুর দিক থেকে সিজিআর রোড হয়ে পূর্বমুখী যানবাহন, যেগুলির অভিমুখ বিদ্যাসাগর সেতুর দিকে, সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বামদিকে ঘুরিয়ে সেন্ট জর্জ গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজের দিকে নিয়ে যাওয়া হবে।

যেসব যানবাহন কেএপি রোড হয়ে ঘোড়া পাসের নিকট ওয়াই-পয়েন্ট র‍্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে উঠবে, সেগুলিকে ওয়াই-পয়েন্ট থেকে ১১ ফারলং গেটের দিকে থেকে ঘুরে কেএপি রোড–রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে।

আরও পড়ুন, Dilip Ghosh: মুখে কুলুপ, মুচকি হেসে ফুল পাড়তে ব্যস্ত অচেনা দিলীপ! কীসের ইঙ্গিত? ‘ফুল’ বদলের?

আরও পড়ুন, Purulia Incident: বাড়িতে অশান্তি, ৩ বছরের মেয়ের হাত ধরে বাড়ি থেকে বেরন মা! তারপরই…ভয়ংকর মর্মান্তিক!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link