NOW READING:
Stock Market: সচেতনতা বাড়ানোর নামে স্টক মার্কেটের টিপস বিলি বন্ধ করে দিল SEBI!
January 30, 2025

Stock Market: সচেতনতা বাড়ানোর নামে স্টক মার্কেটের টিপস বিলি বন্ধ করে দিল SEBI!

Stock Market: সচেতনতা বাড়ানোর নামে স্টক মার্কেটের টিপস বিলি বন্ধ করে দিল SEBI!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্টক মার্কেটের  ফিনফ্লুয়েন্সারদের দৌরাত্ম্যে রুখতে এবার কড়া পদক্ষেপ করল সেবি। নির্দেশিকায় উল্লেখ, শেয়ার বাজার সংক্রান্ত শিক্ষার বর্তমান স্টকের দাম নিয়ে আর কোন আলোচনা করা যাবে না। স্টকের তিন মাসের পুরনো দাম উল্লেখ করতে হবে ফিনফ্লুয়েন্সারদের।

আরও পড়ুন: Budget 2025 Expectations | Gold Price: কমবে কাস্টমস ডিউটি? বাজেটের পর সোনার গয়নার দামে বড় পরিবর্তন?

নির্দেশিকায় সেবি জানিয়েছে, ‘যে ব্যক্তি শুধুমাত্র স্টক মার্কেট সংক্রান্ত শিক্ষার কাজে নিয়োজিত বলে দাবি করছেন, তিনি কোনওরকম নিষিদ্ধ কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে পারবেন না। ওই ব্যক্তি নিরাপত্তার নামে কোনও স্টকের আগের তিন মাসের দাম সংক্রান্ত তথ্য বলতে, আলোচনা করতে বা দেখাতে পারবেন না। এমনকী, স্টকের ভবিষ্যৎ দামের সম্পর্কে পরামর্শ বা সুপারিশ করার সময় শেয়ারের কোনও কোড নাম ব্যবহার করা যাবে না’।

সেবির নয়া নিয়ম

যাঁরা স্টক মার্কেট সংক্রান্ত শিক্ষার কাজে যুক্ত, তাঁরা স্টকের তিন মাস পুরানো দাম সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারবেন।
কোনওভাবেও স্টকের সাম্প্রতিক দাম বা লাইভ ডেটা ব্যবহার করা যাবে না।
সেবির সঙ্গে রেজিস্ট্রেশন করান না,ফিনফ্লুয়েন্সারকে স্টক কেনাবেচা সংক্রান্ত পরামর্শ দেওয়া বন্ধ করতে হবে। 

আশঙ্কা করা হচ্ছে, সেবির এই পদক্ষেপে ফিনফ্লুয়েন্সারদের সাবস্ক্রাইবার সংখ্যা অনেকটাই কমে যেতে পারে। কারণ, স্টক সাম্প্রতিক দাম বা লাইভ ডেটা দিতে না পারলে, জিজিটাল মার্কেটে সংশ্লিষ্ট  ফিনফ্লুয়েন্সারের পিছিয়ে পড়বেন। যদিও বিনিয়োগের শিক্ষা সংক্রান্ত আলোচনা যে নিষিদ্ধ হয়ে যাচ্ছে, তেমনটা কিন্তু নয়। সেবি বলছে, রেজিস্টার্ড নয় এমন কোনও  ফিনফ্লুয়েন্সার শিক্ষার নামে স্টক সংক্রান্ত পরামর্শ দিতে পারবেন না। নিয়ম না মানলে  জরিমানা, সাসপেনশন এমনকী, সেবি লাইন্সেসও বাতিল হয়ে যেতে পারে।

আরও পড়ুন:  Pain relief exercise: অফিসে বসেই কাটে সময়, ঘাড়-পিঠ-কোমড়ের ব্যাথা কমান সহজেই…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link