জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদের দেখেছেন, এক মহিলার এমন দাবির পরই কাঠুয়ায় চিরুনি তল্লাশি শুরু জম্মু ও কাশ্মীরের সেনার। তল্লাশি অভিযান চালিয়ে ৪ জন সন্দেহভাজন জঙ্গির সন্ধান পাওয়া গিয়েছে। পহেলগামের জঙ্গি হামলায় ওই মহিলা চারজন সন্দেহভাজনকে দেখেছেন বলে দাবি করার পরই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। পুলওয়ামা এবং বারামুল্লায়ও একই রকম তল্লাশি অভিযান চলছে। পুলিসের মতে, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ঘটনাস্থলে পৌঁছেছে এবং চিরুনি তল্লাশি জারি।
পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের উপর প্রাণঘাতী হামলার পরই সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ আঁকিয়ে প্রকাশ করে প্রশাসন। পরে তাদের ছবিও সামনে আনা হয়। এরপরই কাঠুয়ার বাসিন্দা এই মহিলা দাবি করেছেন, তিনি সন্দেহভাজন চার জঙ্গিকে দেখেছেন। এর পাশাপাশি এদিন বারামুল্লা ও পুলওয়ামাতেও তল্লাশি অভিযান চালানো হয়। বারামুল্লার (Baramullah) পট্টন এলাকায় নিষিদ্ধ ঘোষিত জম্মু কাশ্মীর ন্যাশনাল ফ্রন্টের (JKNF) ভারত বিরোধী কাজকর্মের সূত্রে তল্লাশি চালানো হয় বলে জানা গেছে। সূত্র মারফত খবর, বারামুল্লা পুলিশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোর শেরাবাদ এলাকায় গুলাম মহম্মদ গণির বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে বেশ কিছু সন্দেহজনক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন- পহেলগাঁও-কাণ্ডে কোনওক্রমে বাঁচা মহিলার ভিডিয়ো ধরিয়ে দিল ধর্ম জানতে চাওয়া ঘোড়াওয়ালা…
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত এই তল্লাশির ফলে জেকেএনএফ-এর সাথে সম্পর্কিত অপরাধমূলক জিনিস উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত জিনিসপত্র জব্দ করা হয়েছে এবং তদন্তের প্রমাণ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যাকায় পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। অভিযোগ, ধর্ম পরিচয় নিশ্চিত করে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়। মোট ২৭ জনের মৃত্যু হয়। যার মধ্যে ২৬ জনই পর্যটক। মোট ৫ জন জঙ্গি এই হামলার সঙ্গে যুক্ত ছিল। সাম্প্রতিক অতীতে অসামরিক ব্যক্তিদের উপর এমন নৃশংস জঙ্গি হামলার নজির কাশ্মীরে নেই। ঘটনার পরই লশ্কর-ই-তইবার শাখা সংগঠন বলে পরিচিত দ্যা রেজিস্ট্যান্স ফোর্স এই হামলার দায় স্বীকার করে।
আরও পড়ুন- প্রতি মাসে ছেলেই কিনে দিতেন, বিতানের বাবা-মায়ের ওষুধ এবার জোগাবেন রত্না…
এই হামলার জেরে ভারত-পাকিস্তানের (India Pakistan Relation) সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গেছে। পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) স্থগিত করেছে ভারত। এছাড়াও পাক নাগরিকদের অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের নাগরিকদের সমস্তরকম ভিসা বাতিল করার সিদ্ধান্তও নিয়েছে নয়াদিল্লি। আটারি ওয়াঘা (Atari Wagah) সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া পাক কূটনীতিকদেরও দেশ ছাড়তে বলেছে ভারত। ভারতের একের পর এক সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তানও ১৯৭২ সালে সম্পাদিত সিমলা চুক্তি (Simla Agreement) স্থগিত করে দিয়েছে। এছাড়া ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদ। এই পরিস্থিতিতে দুই দেশের সীমান্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)