NOW READING:
Rail News: কালবৈশাখীতে পরিষেবা স্বাভাবিক রাখতে ময়দানে শিয়ালদহ ডিভিশন, জানুন ট্রেন চলাচলে কী প্রভাব পড়বে…
March 20, 2025

Rail News: কালবৈশাখীতে পরিষেবা স্বাভাবিক রাখতে ময়দানে শিয়ালদহ ডিভিশন, জানুন ট্রেন চলাচলে কী প্রভাব পড়বে…

Rail News: কালবৈশাখীতে পরিষেবা স্বাভাবিক রাখতে ময়দানে শিয়ালদহ ডিভিশন, জানুন ট্রেন চলাচলে কী প্রভাব পড়বে…
Listen to this article


অয়ন ঘোষাল: আগামী তিন দিন রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়া হাওয়া। পাশাপাশি এবার আসছে কালবৈশাখীর মরশুম। সেদিকে লক্ষ্য রেখেই এবার ঝড়ের মোকাবিলায় তৈরি হচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। উল্লেখ্য, বঙ্গোপসাগর থেকে নিম্ন শ্রেণির ট্রোপোস্ফেরিক স্তরে শক্তিশালী আর্দ্রতার আগমন এবং অনুকূল বায়ু প্রবাহের কারণে পশ্চিমবঙ্গের কিছু জেলায় ২০ থেকে ২২ মার্চ ২০২৫ তারিখের মধ্যে কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং শক্তিশালী ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) দক্ষিণবঙ্গের কিছু অংশে কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাত এবং ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির বাতাসের সতর্কতা জারি করেছে, যা শিয়ালদহ ডিভিশনের ট্রেন চলাচলে বিপত্তি সৃষ্টি করতে পারে। সেকথা মাথায় রেখেই ঝড়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে শিয়ালদহ ডিভিশন এইসব পদক্ষেপ নিয়েছে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

১. ওভারহেড ইকুইপমেন্ট – শক্তিশালী ঝড় থেকে ওভারহেড তার, ইনসুলেটর এবং ফিটিংসের সুরক্ষার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
২. সিগন্যাল সিস্টেমের পরীক্ষা – সিগন্যাল সিস্টেমের তার, রিলে রুম এবং বজ্র প্রতিরক্ষা সিস্টেম নিয়মিতভাবে পরীক্ষা করা হবে যাতে কোনো ত্রুটি না থাকে।
৩. ট্র্যাক ও ব্যালাস্ট রক্ষণাবেক্ষণ – রেলপথের পাশে সঠিক ড্রেনেজ ব্যবস্থা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে জলাবদ্ধতা ও ট্র্যাক ধসে পড়া প্রতিরোধ করা যায়।

আরও পড়ুন-নিথর তরুণীর গলায় দাগ, তরুণের দেহ ঝুলছে ফ্যানের সঙ্গে, গড়িয়ায় যুগলের মৃত্যুতে….

৪. রেলপথে গাছের শাখা ছাঁটাই – দুর্বল বা অতিরিক্ত ঝুলে থাকা শাখাগুলি কেটে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যাতে এগুলি ওভারহেড ইকুইপমেন্ট এবং ট্র্যাকের ওপর না পড়ে।
৫. সংকেত ও টেলিকম সিস্টেমের জন্য বজ্র প্রতিরক্ষা – সংকেত ব্যর্থতা প্রতিরোধে গ্রাউন্ডিং এবং সার্জ প্রটেকশন ডিভাইসগুলি কার্যকর থাকবে এবং এগুলি যে কোন পরিস্থিতিতে সুরক্ষিত থাকবে।
৬. ব্যাকআপ শক্তির ব্যবস্থা – সকল স্টেশন এবং কন্ট্রোল রুমে বিদ্যুৎ বিপর্যয়ের ক্ষেত্রে জেনারেটর ব্যাকআপ থাকা নিশ্চিত করা হবে।
৭. গতি সীমাবদ্ধতা – শক্তিশালী ঝোড়ো হাওয়ার কারণে ইএমইউ ট্রেনের গতির সীমাবদ্ধতা আরোপ করা হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

আরও পড়ুন- ভয়ংকর দুর্যোগ টানা কয়েকদিন, জেলায় জেলায় ৫০ কিমি বেগে ঝড়, শিলাবৃষ্টিতে তোলপাড় হবে রাজ্য

৮. ক্রু সতর্কতা – সকল লোকোমোটিভ ক্রু এবং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সুরক্ষা ও ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
৯. পাবলিক ঘোষণা – যাত্রীরা স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি সম্পর্কে তথ্য পাবেন।
১০. আবহাওয়া পূর্বাভাস – শিয়ালদহ ডিভিশন আবহাওয়া পূর্বাভাসের ওপর নজর রাখবে এবং ঝড় পরিস্থিতির ভিত্তিতে বিপর্যয় ব্যবস্থাপনা দল মোতায়েন করবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link