# Tags
#Blog

অভিষেক ম্যাচেই দাপট, ৫.৪ ওভারে ৭ উইকেট নিয়ে রাবাডার রেকর্ড ভাঙলেন এই জোরে বোলার

অভিষেক ম্যাচেই দাপট, ৫.৪ ওভারে ৭ উইকেট নিয়ে রাবাডার রেকর্ড ভাঙলেন এই জোরে বোলার
Listen to this article


নয়াদিল্লি : নয় বছর ধরে অক্ষত ছিল রেকর্ড। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন স্কটল্যান্ডের পেসার চার্লি ক্যাসেল (Scotland pacer Charlie Cassell)। একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচেই দাপট দেখিয়ে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার কাগিসো রাবাডা। সেই রেকর্ড ভেঙে দিলেন স্কটল্যান্ডের চার্লি। সোমবার আইসিস মেন ক্রিকেট বিশ্বকাপের লিগ ২ ম্যাচে ওমানের বিরুদ্ধে ৫.৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৭ উইকেট তুলেন নিলেন তিনি। যা এককথায় অভাবনীয়। ব্যক্তিগত কারণে স্কটল্যান্ডের বোলার ক্রিস সোল না থাকায়, ওমানের বিরুদ্ধে ম্য়াচে দলে অন্তর্ভুক্ত করা হয় চার্লিকে। সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেন এই জোরে বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে প্রথম বলেই এলবিডব্লু আউট করেন ওমানের প্রাক্তন অধিনায়ক জিশান মাকসুদকে।

দ্বিতীয় বলেও সেই দাপট। আয়ান খানের ডিফেন্স ভেঙে দেন তিনি। এর সাথে সাথে একদিনের ক্রিকেটে প্রথম দুই বলেই উইকেট তুলে নেওয়ার নজির গড়লেন চার্লি। দুই বল পর ফের উইকেট। এবার আউট করেন খালিল কৈলকে। অভিষেকে চমক দেখিয়ে একের পর এক উইকেট নিয়ে চলেন তিনি। ১৮ তম ওভারে মেহরান খানকে আউট করে ৫ উইকেট ঝুলিতে ভরেন। যার সঙ্গে সঙ্গে তিনি ১৫ খেলোয়াড়ের সেই বিরল তালিকায় ঢুকে পড়েন, যাঁরা অভিষেক ম্যাচেই পুরুষ বিভাগের একদিনের ক্রিকেট ৫ উইকেট নিয়েছেন।

যদিও এই পরিসংখ্যানের আরও উন্নতি করেন চার্লি। ২১ রান দিয়ে ৭ উইকেটে থামেন তিনি। আন্তর্জাতিক অভিষেকে একদিনের ম্যাচে যা সবথেকে সেরা পরিসংখ্যান কোনও বোলারের। এর আগে অভিষেক ম্যাচে ১৬ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন রাবাডা। ২০১৫ সালের জুলাই মাসে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর।

একদিনের ক্রিকেটে এই মুহূর্তে কোন বোলারের সপ্তম সেরা বোলিংয়ের পরিসংখ্যানও ক্যাসেলের ঝুলিতে। এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ২১.৪ ওভারে ৯১ রান তোলে ওমান। সর্বোচ্চ রান করেন প্রতীক আথভালে। ৩৪ রান তোলেন তিনি। এছাড়াও আরও দুই ব্য়াটার দুই অঙ্কের রানে পৌঁছন। এই প্রতীককে আউট করেই ৬ উইকেটের ঘরে পৌঁছে যান চার্লি। যার সঙ্গে সঙ্গে তিনি রাবাডা ও ও ওয়েস্ট ইন্ডিয়ার ফিদেল এডওয়ার্ডের মতোই একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে ৬ উইকেট নেওয়ার নজির গড়ে ফেলেন। এরপর বিলাল খানকে আউট করে রাবাডার রেকর্ড ভেঙে দেন ক্যাসেল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal