NOW READING:
Supreme Court: ‘এটাই তো প্রত্যাশিত’, বম্বে হাইকোর্টের ‘সাহসিকতা’র প্রশংসা সুপ্রিম কোর্টের!
March 22, 2025

Supreme Court: ‘এটাই তো প্রত্যাশিত’, বম্বে হাইকোর্টের ‘সাহসিকতা’র প্রশংসা সুপ্রিম কোর্টের!

Supreme Court: ‘এটাই তো প্রত্যাশিত’, বম্বে হাইকোর্টের ‘সাহসিকতা’র প্রশংসা সুপ্রিম কোর্টের!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘যেকোনও হাইকোর্টের কাছে এটাই প্রত্যাশিত’। আর্থিক  দুর্নীতি মামলায় মুকেশ আম্বানি ঘনিষ্ঠ শিল্পপতি আনন্দ জৈনের বিরুদ্ধে সিট-তদন্তের নির্দেশের ভূয়সী প্রশংসা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘বোম্বে হাইকোর্ট যে সাহস দেখিয়েছি, সেই সাহসের আমরা প্রশংসা করছি’।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ঘটনাটি ঠিক কী? ২, ৪০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত  আনন্দ জৈন। তিনি যে শুধু দেশে একজন প্রথমসারির শিল্পপতি, এমনটা কিন্তু নয়। আম্বানিদের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত আনন্দ। এতটাই যে, তাঁকে রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির ‘তৃতীয় ছেলে’ বলেও মনে করেন অনেকেই। আর্থিক দু্র্নীতির অভিযোগে সেই আনন্দের বিরুদ্ধেই সিবিআই সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। কবে? চলতি বছরের গোড়ার দিকে।

অভিযোগ, তাঁর কোম্পানিতে যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন আনন্দ। সঙ্গে ব্যক্তিগত স্বার্থে বিনিয়োগকারীদের টাকার অপব্যবহারও! আনন্দের বিরুদ্ধে মুম্বই পুলিসের আর্থিক অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেছিলেন মুম্বইয়ের এক ব্যবসায়ী। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিস।

আরও পড়ুন:  Meerut Husband Murder Update: ওয়েব সিরিজ দেখে সৌরভের দেহের টুকরো সিমেন্টে মেশায় বউ! পুলিসি তদন্তে হাড়হিম তথ্য…

আরও পড়ুন:  MP Shocking News | Marital Dispute: এত কষ্ট দিয়ো না প্লিজ! আর্তিই সার, ৪৪ মিনিট লাইভে থেকে শেষ শিবু, দেখল বউ-শাশুড়ি

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link