NOW READING:
Bangladesh: বাংলাদেশ-সহ ১৪ দেশের নাগরিকদের উপর ভিসা-নিষেধাজ্ঞা সৌদি আরবের! আইন না মেনে কেউ যদি সেদেশে ঢোকেন, তবে…
April 6, 2025

Bangladesh: বাংলাদেশ-সহ ১৪ দেশের নাগরিকদের উপর ভিসা-নিষেধাজ্ঞা সৌদি আরবের! আইন না মেনে কেউ যদি সেদেশে ঢোকেন, তবে…

Bangladesh: বাংলাদেশ-সহ ১৪ দেশের নাগরিকদের উপর ভিসা-নিষেধাজ্ঞা সৌদি আরবের! আইন না মেনে কেউ যদি সেদেশে ঢোকেন, তবে…
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: হজ মরসুমকে কেন্দ্র করে সৌদি আরব ১৪টি দেশের নাগরিকদের জন্য অস্থায়ীভাবে উমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত করল। কূটনৈতিক সূত্র জানায়, এই নিষেধাজ্ঞা আগামী জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে। তবে, যাঁদের ইতোমধ্যেই উমরাহ ভিসা রয়েছে, তাঁরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

নিষেধাজ্ঞার আওতায় যেসব দেশ পড়েছে সেগুলি হল– পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

কূটনৈতিক সূত্র জানায়, এই ভিসা-নিষেধাজ্ঞার পেছনে মূলত দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, আগের বছরগুলিতে বহু মানুষ একাধিকবার প্রবেশযোগ্য ভিসা নিয়ে হজ মরসুমে সৌদি আরবে এসে অবৈধভাবে হজে অংশ নেন। এতে অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়। দ্বিতীয়ত, ব্যবসা ও পারিবারিক ভিসা ব্যবহার করে অনেকেই সৌদিতে অননুমোদিতভাবে কাজ করতে থাকেন, যা দেশটির শ্রমনীতি ও বাজারে বিশৃঙ্খলা তৈরি করে।

আরও পড়ুন- Ram Navami 2025 Zodiac: এই রামনবমীতে কোন কোন রাশির জাতকেরা তুমুল সাফল্যের মুখ দেখবেন, হাতে আসবে বিপুল টাকা?

আরও পড়ুন- Horoscope Today: মেষের আর্থিক সাফল্য, বৃষের এনার্জি, কর্কটের অপ্রত্যাশিত প্রাপ্তি! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন…

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে, ভ্রমণ-নীতিমালা আরও সুসংগঠিত করতে এবং হজ মরসুমে নিরাপত্তা আরও নিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ করা হয়েছে। সৌদি সব ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে, যেন কোনো ধরনের জটিলতা বা শাস্তির মুখে পড়তে না হয়। সতর্ক করা হয়েছে এই মর্মে যে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ যদি সৌদিতে অবৈধভাবে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে অন্তত পাঁচ বছর সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

এই সিদ্ধান্ত সৌদি আরবের সামগ্রিক অভিবাসন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় কঠোরতা বাড়ানোরই ইঙ্গিত। তবে কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে জুনের মাঝামাঝি থেকে আবার আগের মতো ভিসা-প্রক্রিয়া শুরু হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link